Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানিকগঞ্জে ২ বোন গণধর্ষণের শিকার, গ্রেফতার ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৩ ২৩:২১

মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওরে দুই চাচাতো বোন গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে ভুক্তভোগী ওই দুই নারী মামলা করার পর সন্ধ্যায় ঘিওর থানার ওসি মো. আমিনুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় গ্রেফতার হয়েছেন ৭ জন।

গ্রেফতাররা হলেন মো. হৃদয় খান (২২), মো. সোহেল রানা (২৫) মো. শাহ আলম (২৫), রনি মিয়া (২০), হাসান আলী, ফয়সাল বেপারী (২০), তামিম (২৬), ছাকিদ হোসেন (৩০)। তারা সবাই ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত ঘিওর ও মানিকগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এজাহার সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় দৌলতপুর উপজেলার খলসী গ্রামের ৩৫ ও ২৬ বছর বয়সী দুই চাচাতো বোন একটি অটো রিকশাযোগে ঘিওর বাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথে বরংগাইল- দৌলতপুর আঞ্চলিক মহাসড়কের তেরশ্রী মোড়ে পৌঁছালে অটোচালক তাদের নামিয়ে দেয়। তারা গাড়ির জন্য অপেক্ষা করতে থাকেন। একপর্যায়ে পায়ে হেঁটে কিছু দূর যাওয়ার পর রাস্তা থেকে কয়েকজন যুবক ভুক্তভোগী এক নারীর মোবাইল নম্বর চান। নম্বর না দেওয়ায় জোরপূর্বক তাদের ফোন, স্বর্ণের চেইন ও টাকা হাতিয়ে নেয়। এরপর ভুক্তভোগী দুই নারীকে রাস্তার পাশে একটি ভুট্টাক্ষেতে ৮ জন মিলে ধর্ষণ করেন।

ঘিওর থানার ওসি মো. আমিনুর রহমান বলেন, ‘ভুক্তভোগী নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। ঘিওরসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্ত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী দুই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা হাসপাতালে পাঠানো হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

গণধর্ষণ মানিকগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর