বিএনপির আরও ৩ নেতা বহিষ্কার
স্পেশাল করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৩ ১৯:৫৭ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২৩ ২০:০৭
৫ ডিসেম্বর ২০২৩ ১৯:৫৭ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২৩ ২০:০৭
ঢাকা: দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে বিএনপির তৃণমূল পর্যায়ের আরও তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (০৫ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিএনপির সহ-দফতর সম্পাদক মুনির হোসেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বরিশাল জেলা বিএনপির সদস্য ও বাকেরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম মোল্লা, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ফরিদ আহমেদ লিটন ও কালীগঞ্জের বিএনপির কর্মী হেমায়েত মৃধাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত ২১ জন নেতাকে বহিষ্কার করল বিএনপি। এর মধ্যে নয়জন কেন্দ্রীয় নেতা। বাকি ১২ জন তৃণমূল পর্যায়ের নেতা।
সারাবাংলা/এজেড/এনইউ