Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এমপি এনামুলের আগের হলফনামায় ব্যবসা, এবার চাকরি!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৩ ২১:০২

রাজশাহী: রাজশাহী-৪ (বাগমারা) আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক। টানা তিন বারের এই সংসদ সদস্যের আয় কমেছে। এনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আগের হলফনামাগুলোতে ব্যবসা দেখালেও এবার তিনি নিজেকে চাকরিজীবী হিসেবে পরিচয় দিয়েছেন। এর বাইরে ২০০৮ সালে নিজের কোনো গাড়ি না দেখালেও ২০২৩ সালে তিনটি বিলাসবহুল গাড়ির মালিক হয়েছেন। তার স্ত্রীর নামেও রয়েছে বিলাসবহুল একটি গাড়ি। নির্বাচন অফিসে জমা দেওয়া হলফনামায় এই তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞাপন

২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন এনামুল হক। এর পর থেকে ওই আসনের সংসদ সদস্য তিনি। টানা তিন বারের এই এমপি বিতর্কিত কর্মকাণ্ডের জন্য দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি। তবে রাজশাহী-৪ থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন তিনি।

হলফনামা থেকে জানা যায়, সংসদ সদস্য হওয়ার আগে হওয়ার আগে এনামুল হকের ব্যাংক ঋণ ছিল ৩৭ কোটি টাকার ওপর। ২০১৩ সালে তিনি পুরোপুরি ঋণমুক্ত হন। তবে ২০১৮ সালের হলফনামায় আবার ঋণ দেখান তিনি। আগে গাড়ি না থাকলেও এমপি হওয়ার পর লম্বা হয়েছে তার গাড়ির বহর। ২ কোটি টাকার বেশি দামের গাড়িও রয়েছে তার।

২০০৮ সালের হলফনামায় এনামুল হক ১১টি ব্যাংকে একক, যৌথ ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান/পরিচালক হিসেবে ঋণ দেখান ৩৭ কোটি ৭৮ লাখ ৩৫ হাজার টাকা। তবে ২০১৩ সালের হলফনামায় ঋণ দেখাননি তিনি। মাত্র পাঁচ বছরে সব ঋণ থেকে মুক্ত হন। ২০১৮ সালে আবার তিনি ঋণ দেখানো শুরু করেন। ওই বছর তিনি বাড়ি ভাড়া থেকে আয় দেখান ১৫ লাখ, ব্যবসা থেকে ২৪ লাখ ও সংসদ ভাতা ১৬ লাখ টাকা। নগদ দেখান ৩৬ লাখ ৭৬ হাজার ৫৯৮। স্ত্রীর আয় দেখান ১ কোটি ১৩ লাখ ৭৩ হাজার টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা দেখান ৭ লাখ ৮৭ হাজার ১১৪ টাকা। স্ত্রীর নামে দেখান ৪ লাখ টাকা। কোম্পানির শেয়ার দেখান নিজের ৪ কোটি ৬৬ লাখ ৫০ হাজার ও স্ত্রীর নামে ৭ কোটি ৬৭ লাখ ১০ হাজার টাকা। নির্ভরশীলের নামে শেয়ার দেখান ৩ কোটি ২৯ লাখ ৯০ হাজার টাকা। তখন আমানতে তার বিনিয়োগ ছিল ৩৬ লাখ ১৮ হাজার ৯৫৬ ও স্ত্রীর ৭৫ লাখ ১৫ হাজার টাকা। ওই সময় শুধু এনা বিল্ডিং প্রডাক্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আইএফআইসি ব্যাংকে তার ঋণ ছিল ২১ কোটি ৯৭ লাখ ১৩ হাজার ৪৮৬ টাকা।

বিজ্ঞাপন

এবার এনামুল হক বাড়ি ভাড়া থেকে আয় দেখিয়েছেন ১৩ লাখ ৯৬ হাজার টাকা। ব্যাংক আমানত ৫৫ লাখ ৬১ হাজার ৮৪২ টাকা। চাকরি থেকে আয় ৩২ লাখ ৩ হাজার ওবং সংসদ ভাতা ২৪ লাখ ৫১ হাজার টাকা। নগদ রয়েছে নিজের ২৫ লাখ ও স্ত্রীর ৩ লাখ টাকা। ব্যাংকে জমা নিজের ১১ লাখ ৫৯ হাজার ও স্ত্রীর ৩২ লাখ ১০ হাজার টাকা। কোম্পানির শেয়ার নিজের ৪ কোটি ৬৬ লাখ ৫০ হাজার ও স্ত্রীর ৭ কোটি ৬৭ লাখ টাকার। আর নির্ভরশীলের শেয়ার ১ কোটি ৬৪ লাখ ৯০ হাজার টাকার। এ ছাড়া স্থায়ী আমানতে স্ত্রীর বিনিয়োগ ১ কোটি ৭৪ লাখ ৮৯ হাজার টাকা।

২০০৮ সালে তার একটি গাড়িও ছিল না। এবার তার নামে হয়েছে একটি টয়োটা হার্ড জিপ, যার দাম ৬৩ লাখ ৪২ হাজার টাকা, একটি মার্সিডিজ বেঞ্জ হার্ড জিপ, যার দাম ২ কোটি ১২ লাখ ৮৫ হাজার টাকা এবং একটি টয়োটা হার্ড জিপ, যার দাম ৯০ লাখ টাকা।

স্ত্রীর নামেও ১২ লাখ ৭০ হাজার টাকার টয়োটা জিপ দেখেয়েছেন তিনি। নিজের ৪০ তোলা ও স্ত্রীর ৪০ তোলা স্বর্ণ থাকার কথা হলফনামায় লিখেছেন তিনি। এমপি এনামুল এবার কৃষি জমি দেখিয়েছেন ১ কোটি ২৬ লাখ ৫৫ হাজার টাকার। তার অকৃষি জমি রয়েছে ৬৯ লাখ ৪৮ হাজার টাকার। বর্তমানে ব্যাংকে তার ঋণ ৩২ কোটি ৮৪ লাখ ৮০ হাজার টাকা।

২০০৮ সাল থেকে তিন মেয়াদে আওয়ামী লীগের মনোনয়নে এমপি হন এনামুল হক। এ সময় তার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, নারী কেলেঙ্কারির অভিযোগ ওঠে। এ বছর তিনি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েও পাননি। নির্বাচন করছেন স্বতন্ত্র প্রার্থী হয়ে।

রাজশাহী-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ। তিনি জেলা আওয়ামী লীগের সদস্য। আওয়ামী লীগের এই নেতা হলফনামায় বার্ষিক আয় দেখিয়েছেন ১ কোটি ৭ লাখ ১০ হাজার টাকা। তারও একটি বিলাসবহুল জিপ, একটি মাইক্রোবাস ও মোটরসাইকেল আছে।

আবুল কালাম আজাদ কৃষিখাত থেকে আয় দেখিয়েছেন ১ লাখ ৩০ হাজার টাকা। বছরে মৎস্য খামার থেকে আসে ১ কোটি এক লাখ টাকা। এছাড়াও পৌর মেয়র হিসেবে বছরে সম্মানি পান ৪ লাখ ৮০ হাজার টাকা। এই প্রার্থীর নগদ টাকা আছে ১০ লাখ টাকা। ব্যাংকে আছে ৫০ হাজার টাকা। ২৯ লাখ ২৪ হাজার ৯৫৭ টাকার ডিপিএস আছে। ২০ লাখ টাকার সঞ্চয়পত্র আছে স্ত্রীর নামে। স্ত্রীর ২০ ভরি সোনা আছে।

এই প্রার্থীর বিলাসবহুল জিপের দাম দেখিয়েছেন ১ কোটি ১৩ লাখ ২০ হাজার টাকা। মাইক্রোবাস ও মোটরসাইকেলের দাম দেখিয়েছেন ৩৩ লাখ ৬৫ হাজার ৬০৭ টাকা। ইলেকট্রনিক্স পণ্য আছে ৮০ হাজার টাকার ও আসবাবপত্র আছে ৬০ হাজার টাকা। তার একটি পিস্তলের মূল্য ২ লাখ ১০ হাজার টাকা ও শর্টগানের মূল্য দেখিয়েছেন ১ লাখ ২০ হাজার টাকা।

তার দান সূত্রে পাওয়া কৃষি জমি আছে ৪ দশমিক ৪০ একর। যার মূল্য দেখিয়েছেন ৬২ লাখ ৫০ হাজার ৯০০ টাকা। অকৃষি জমি আছে ৩ দশমিক ৪৫ একর। যার মূল্য দেখিয়েছেন ১ কোটি ৪৩ লাখ ৭২ হাজার ৩০০ টাকা। স্ত্রীর নামে আছে দশমিক ৬১৮ একর জমি। যার মূল্য ২০ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা। একটি আবাসিক ভবন আছে, যার মূল্য দেখিয়েছেন ১৭ লাখ টাকা। নির্মাণাধীন বাণিজ্যিক ভবনের মূল্য দেখিয়েছেন ৫০ লাখ টাকা। তার মৎস্য খামার আছে ১০টি। যা সবগুলো লিজ নেওয়া।

জাতীয় পার্টির প্রার্থীর আবু তালেব প্রামাণিকের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি। তিনি একটি ফৌজদারি মামলার আসামি। মামলাটির এখনও বিচার চলছে বলে হলফনামায় উল্লেখ করেছেন। পেশায় ব্যবসায়ী এই প্রার্থীর বছরে আয় ৪ লাখ ১০ হাজার টাকা। নগদ টাকা আছে ২২ লাখ ২২ হাজার। একটি মোটরসাইকেল ও স্ত্রীর আছে ১৫ ভরি সোনা। আসবাবপত্র আছে ৪০ হাজার টাকার।

বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের প্রার্থী সাইফুল ইসলাম রায়হান। পেশায় ব্যবসায়ী এই প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি। তার বছরে আয় দেখিয়েছেন ৮ লাখ ৩০ হাজার টাকা। তার কাছে নগদ টাকা আছে ৩ লাখ। একটি মোটরসাইকেল, যার মূল্য দেখিয়েছেন ৮৪ হাজার টাকা। ৩ ভরি সোনার মূল্য দেখিয়েছেন ১ লাখ টাকা। ইলেকট্রনিক্স পণ্য ও আসবাবপত্র আছে ২ লাখ টাকার। একটি বসত বাড়ি আছে, যার মূল্য দেখিয়েছেন ৩ লাখ টাকা।

সারাবাংলা/পিটিএম

এনামুল হক চাকরি ব্যবসা রাজশাহী-৪ হলফনামা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর