Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে দলবেঁধে ধর্ষণ, বান্ধবীসহ গ্রেফতার ৬

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৩ ১৮:১২

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে প্রাণে মেরে ফেলার ‍হুমকি দিয়ে বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করেছে, যার মধ্যে কিশোরীর বান্ধবীও আছেন।

সোমবার (৪ ডিসেম্বর) রাতভর নগরীর পশ্চিম মাদারবাড়িসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে সদরঘাট থানা পুলিশ তাদের গ্রেফতার করেছে।

গ্রেফতার ছয়জন হলেন- তামজিদুল ইসলাম রহিম (২৩), নজরুল ইসলাম মিনু (৩৬), নজরুল ইসলাম ফেলন (২০), জুনায়েদ হাসান মুন্না (২২), মো. রাকিব (২২) এবং আক্রান্ত কিশোরীর সমবয়সী এক বান্ধবী।

সদরঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) অর্ণব বড়ুয়া সারাবাংলাকে জানান, আক্রান্ত কিশোরীর বয়স ১৬ বছর। তার বাবা পেশায় রিকশা চালক। বাবা-মায়ের ছাড়াছাড়ির পর ওই তরুণী দাদা-দাদীর সঙ্গে পশ্চিম মাদারবাড়ি এলাকায় থাকেন। কিশোরী বুদ্ধি প্রতিবন্ধী। তারা যে গলিতে থাকেন, সেখানকার মহল্লা সর্দারের ছেলে রাকিব।

কিশোরীর বাবার অভিযোগ করেছেন, রাকিবসহ ঘটনায় জড়িতরা বখাটে এবং পরস্পর বন্ধু। ‘সহজ-সরল’ হওয়ায় বিভিন্নসময় বখাটেরা তার মেয়েকে অশ্লীল প্রস্তাব দিত।

গত ৩০ নভেম্বর সন্ধ্যায় বান্ধবীর বাসায় যাবার পথে কিশোরীকে আটকে তারা গ্রেফতার জুনায়েদ হাসান মুন্নার ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে মুন্না ও পলাতক টুলু মিলে তাকে ধর্ষণ করে। এরপর গত ২ ডিসেম্বর দুপুরে আরেকটি ভবনের নিচতলার খালিঘরে নিয়ে রাকিব ও নজরুল ইসলাম ফেলন এবং পরদিন সন্ধ্যায় আবারও একই গলির এক প্রহরীর কক্ষে নিয়ে তামজিদুল ও নজরুল ইসলাম মিনু মিলে তাকে পালাক্রমে ধর্ষণ করে।

এসআই অর্ণব বড়ুয়া বলেন, ‘প্রথমবার কিশোরীকে জোরপূর্বক টেনে নিয়ে ধর্ষণ করে। এরপর গ্রেফতার হওয়া বান্ধবীকে টাকা দিয়ে বখাটেরা কিশোরীকে তাদের কাছে নিয়ে যায়। ঘটনা কাউকে জানালে তারা প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এজন্য কিশোরী ঘটনার শিকার হলেও কাউকে কিছু জানাননি। কিন্তু বাসায় ক্রমে অসুস্থ হয়ে পড়লে তার দাদীর সন্দেহ হয়। কয়েকবার জিজ্ঞেস করার পর কিশোরী ঘটনা জানিয়ে দেয়।’

বিজ্ঞাপন

‘তখন পরিবারের সদস্যরা প্রথমে সোমবার দুপুরে মহল্লার সর্দার রাকিবের বাবার কাছে বিচার চাইতে যান। সর্দার বিচার করে দেয়ার কথা বলে সময়ক্ষেপণ করতে থাকলে সন্ধ্যার পর কিশোরীর বাবা থানায় আসেন। অভিযোগ পাবার পর আমরা দ্রুততার সাথে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করি।’

পলাতক টুলুকেও গ্রেফতারে অভিযান চলছে বলে এসআই অর্ণব বড়ুয়া জানান।

সারাবাংলা/আরডি/এনইউ

গ্রেফতার টপ নিউজ ধর্ষণ বুদ্ধিপ্রতিবন্ধী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর