Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ মামলায় গ্রেফতারের পর কিশোরগঞ্জ বিএনপির সভাপতি কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৩ ১৪:৪৮

কিশোরগঞ্জ: বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমকে নাশকতা ও বিস্ফোরক আইনের ৪ মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জে দু’টি ও কুলিয়ারচর থানায় দু’টি করে পুলিশ দায়ের করা মামলায় গত ৫ নভেম্বর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করেছিল। এরপর তাকে ঢাকা নিয়ে যাওয়া হয়েছিল।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) কিশোরগঞ্জে ১নং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও ২নং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ।

বিচারক আবেদন মঞ্জুর করে বিএনপি নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি আ্যাডভোকেট জালাল উদ্দিন জানান, আগামীকাল শরীফুল আলমের জামিন আবেদন করা হবে।

সারাবাংলা/এমও

কারাগার কিশোরগঞ্জ গ্রেফতার বিএনপির সভাপতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর