চট্টগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
স্পেশাল করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৩ ১২:২১ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২৩ ১৪:৪৮
৫ ডিসেম্বর ২০২৩ ১২:২১ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২৩ ১৪:৪৮
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ফটিকছড়িতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন।
সোমবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার নাজিরহাট নতুন রাস্তার মাথায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ট্রাকচালক রুবেল (২৮) ও তার সহকারী আলমগীর (৩০)। তাদের বাড়ি ফটিকছড়ির ভুজপুরে।
হাইওয়ে পুলিশের নাজিরহাট ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানিয়েছেন, হাটহাজারী অভিমুখী মিনি ট্রাক এবং বিপরীতমুখী ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দু’জন প্রাণ হারায়।
আহত অবস্থায় ড্রামট্রাকের চালক নুর মিয়াকে (৬০) উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সারাবাংলা/আরডি/এমও