Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীমান্তে বিএসএফ’র গুলিতে আহত ২ বাংলাদেশির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৩ ২৩:৪১ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২৩ ১১:৪৩

ফাইল ছবি

ঠাকুরগাঁও: জেলার হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গী সীমান্তে বিএসএফ’র গুলিতে আহত দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) ভোর রাতে বাংলাদেশের কাঁঠালডাঙ্গী সীমান্তে ও ভারতের নারগাঁও সীমান্তে এ ঘটনা ঘটে। মৃত মোকলেসুর রহমান (২৮) হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের গেরুয়াডাঙ্গী গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং জহুরুল ইসলাম (২৬) একই গ্রামের আব্দুল বাসেদের ছেলে।

গেদুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরিকুল ইসলাম জানান, গুলিবিদ্ধ মোকলেসুর রহমান চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশে মারা যায়। অপরদিকে, জহুরুল ইসলাম ভারতের ইসলামপুর পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, ‘আমরা একজনের মৃত্যুর তথ্য পেয়েছি। যার মরদেহ ময়নাতদন্তের ঠাকুরগাঁওয়ে পাঠানো হয়েছে।’

ঠাকুরগাঁও-৫০ বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল এম এইচ হাফিজুর রহমান বলেন, ‘এ বিষয়ে বিএসএফ’র সঙ্গে পতাকা বৈঠক হয়েছে। ভারতে চিকিৎসাধীন অবস্থায় মৃত বাংলাদেশির মরদেহ খুব দ্রুত ফেরত দেওয়া হবে বলে তারা জানিয়েছেন।’

সারাবাংলা/পিটিএম

গুলি ঠাকুরগাঁও বাংলাদেশি মৃত্যু সীমান্ত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর