Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংবাদ সম্পাদক আলতামাশ কবিরের মনোনয়ন বৈধ

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৩ ২৩:১২ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২৩ ১১:২৪

ঢাকা: যাচাই-বাছাই শেষে নরসিংদী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী দৈনিক সংবাদের সম্পাদক আলতামাশ কবিরের মনোনয়নপত্র বৈধ হিসেবে বিবেচিত হয়েছে। এ আসনে আরও ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ।

তারা হলেন— বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের প্রার্থী ডা. আনোয়ারুল আশরাফ খান, সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন, জাসদের জায়দুল কবির, জাতীয় পার্টির এ এন এম রফিকুল আলম সেলিম এবং স্বতন্ত্র প্রার্থী আফরোজা সুলতানা ও মাসুম বিল্লাহ।

বিজ্ঞাপন

সংবাদ সম্পাদক ও প্রকাশক আলতামাশ কবির আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক উপকমিটির সদস্য। দলীয় মনোনয়ন না পেলেও আওয়ামী লীগ সভাপতি স্বতন্ত্র প্রার্থিতা উন্মুক্ত করে দেওয়ায় এলাকাবাসীর অনুরোধে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেন।

উল্লেখ্য, নরসিংদী-২ (পলাশ উপজেলা) দেশের একটি পরিচিত শিল্পায়িত অঞ্চল। এ অঞ্চলের শিল্পায়নে এবং রাস্তাঘাটসহ অবকাঠামো উন্নয়নে আলতামাশ কবিরের পরিবার, বিশেষ করে তার বাবা তিন বারের সংসদ সদস্য প্রয়াত আহমদুল কবির পাকিস্তান আমলে ও স্বাধীনতা পরবর্তী সময়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।

সারাবাংলা/এজেড/পিটিএম

আলতামাশ কবির টপ নিউজ মনোনয়ন বৈধ সংবাদ সম্পাদক

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর