অফিসার্স ক্লাবের টেনিস কোর্টে ককটেল বিস্ফোরণ
৪ ডিসেম্বর ২০২৩ ২২:২৮
চাঁপাইনবাবগঞ্জ: জেলা প্রশাসকের সরকারি বাসভবনের পাশে অফিসার্স ক্লাবের টেনিস কোর্টে পর পর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
সোমবার (৪ ডিসেম্বর) রাত্রি সাড়ে ৭টার দিকে বিকট শব্দে ককটেল দুটির বিস্ফোরণ ঘটে। এ সময় টেনিস কোর্টে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। ওই সময় এলাকা অন্ধকার ছিল।
টেনিস কোর্টের পাশে জেলা স্টেডিয়াম থেকে ককটেল দুটি ছোড়া হয়েছে বলে দাবি পুলিশের। জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন জানান, আতঙ্ক ছড়ানোর উদ্দেশেই দুর্বৃত্তরা স্টেডিয়াম থেকে ককটেল দুটি নিক্ষেপ করে পালিয়ে যায়। কোর্টের মধ্যেই ককটেল দুটি বিস্ফোরণ হয়। সিসিটিভি ফুটেজে তাদের দেখা গেছে। ইতোমধ্যে তাদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।
ককটেল বিস্ফোরণের পর জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন, পুলিশ সুপার মো. ছাইদুল হাসানসহ জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সারাবাংলা/পিটিএম