Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্মীপুরে নাশকতার অভিযোগে ২ ছাত্রদল নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৩ ১৭:৩১

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে নাশকতার অভিযোগে নজরুল ইসলাম নিশাত ও তানভীর হোসেন লিংকন নামের ছাত্রদল নেতাকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) রাতে উপজেলার সিংহেরপুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

নজরুল ইসলাম নিশাত রায়পুর পৌর ছাত্রদলের আহ্বায়ক ও তানভীর হোসেন লিংকন উপজেলা ছাত্রদলের সদস্য।

জেলা ছাত্রদল সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম বলেন, নিশাতকে গ্রেফতারের বিষয়টি শুনেছি। কোনো কারণ ছাড়াই পুলিশ তাকে গ্রেফতার করছে। ইতোমধ্যে রাজনৈতিক মামলায় আমাদের বহু নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমাদের আন্দোলন চলবে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার বলেন, চলন্ত যানবাহন ভাঙচুরের সময় দুজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে তারা আন্দোলনের নামে নাশকতা করছিল। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এনইউ

গ্রেফতার ছাত্রদল নাশকতা নেতা লক্ষ্মীপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর