Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসাদ গেটে স্বেচ্ছাসেবক দল, পল্টনে ছাত্রদলের মিছিল

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৩ ১৪:১৯

ঢাকা: বিএনপির ডাকা অবরোধের সমর্থনে রাজধানীর আসাদ গেটে স্বেচ্ছাসেবক দল এবং পুরানা পল্টনে ছাত্রদল মিছিল করেছে।

সোমবার (৪ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে এসব মিছিল হয়।

সকালে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের নেতৃত্বে মিছিল আসাদ গেটে মিছিল হয়।

মিছিলে অংশ নেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক, ফরহাদ হোসেন,আব্দুল কুদ্দুস,সরদার নুরুজ্জামান, যুগ্ম সম্পাদক জেড আই কামাল, সহ সাধারণ সম্পাদক মো. মামুন, মোর্শেদ আলাম, মো. আসাদুজ্জামান, মাসুম ভুঁইয়া, সহ সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সাহাবুদ্দিন সাবুসহ অনেকে।

একইসময় রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করে ছাত্রদলের নেতা-কর্মীরা। মিছিলে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব।

মিছিলে অংশ নেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব মজুমদার, সহ-সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, আল মামুন, সম্পাদক জামিল মুরসালিন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি কাওছার আহম্মেদ রনি, সোহাগ চৌধুরী, সাকিব সরকার মাসুম, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মহিউদ্দিন রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, রাকিব হোসেন খানসহ অনেকে।

সরকারের পদত্যাগ, নির্দলীয় ব্যবস্থা পুনর্বহাল, নির্বাচনের তফসিল বাতিল এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ছাত্রদলের নেতারা স্লোগান দেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এমও

অবরোধ ছাত্রদলের মিছিল স্বেচ্ছাসেবক দল

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর