Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটিতে সড়কে টায়ার জ্বালিয়ে ছাত্রদলের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৩ ০৯:০৯ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২৩ ১০:৪৯

রাঙ্গামাটি: বিএনপির ডাকা নবম দফা অবরোধের শেষ দিনে রাঙ্গামাটিতে মিছিল ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে ছাত্রদল।

সোমবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় জেলা শহরের তবলছড়ি খাদ্যগুদাম এলাকা থেকে তবলছড়ি সেতু পর্যন্ত জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমনের নেৃতত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেয়।

ছাত্রদলের নেতারা বলেন, ‘এই সরকারের আমলে অনুষ্ঠিত ২০১৪ সন ও ২০১৮ সনের নির্বাচনে ভোট চুরি করে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে। এবারও তারা নির্বাচন কমিশনকে ব্যবহার করে বাকশালি কায়দায় ক্ষমতায় থাকতে। দেশের মানুষ এ প্রহসনের নির্বাচন মেনে নেবে না।’

এসময় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগ ও তফসিল বাতিলের দাবি জানানো হয়। বিক্ষোভ মিছিল শেষে তবলছড়ি সেতুতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে ছাত্রদলের নেতাকর্মীরা।

এদিকে, একই দাবিতে রাঙামাটি সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তানভীরের নেতৃত্বে শহরের জেলা পরিষদের সামনে থেকে রাণী দয়াময়ী স্কুল পর্যন্ত মিছিল অনুষ্ঠিত হয়। এতে কলেজ, শহর ও সদর উপজেলা ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমও

ছাত্রদলের বিক্ষোভ টপ নিউজ রাঙ্গামাটি

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর