Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনার ৩ আসনে ১৮ প্রার্থীর মনোনয়ন বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৩ ২৩:২৩

খুলনা: খুলনার ছয়টি আসনের মধ্যে তিনটি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। আসনগুলোর ১৮ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন সংশ্লিষ্ট নির্বাচন কর্তৃপক্ষ।

রোববার (৩ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা খন্দকার ইয়াসির আরেফিন মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দেন।

স্বতন্ত্র প্রার্থীদের সমর্থনকারী ভোটারদের সই জাল, বিদ্যুৎ বিল বকেয়া থাকা, হলফনামায় সই না থাকা এবং ঋণ খেলাপি হওয়ার ওই ১৮ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন খুলনা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী জুয়েল রানা, আতিকুর রহমান, রেজভী আলম, এইচ এম রওশন জামির ও মোত্তজা রশিদী দারা, বাংলাদেশ কংগ্রেসের মনিরা সুলতানা, ইসলামী ঐক্যজোটের রিয়াজ উদ্দিন খান, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান।

খুলনা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী শেখ আকরাম হোসেন, ইসলামী ঐক্যজোটের তরিকুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের এস এম এ জলিল ও জাতীয় পার্টির শাহীদ আলম। খুলনা-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম রাজু, গাজী মোস্তফা কামাল‌, অহিদুজ্জামান মোড়ল, জি এম মাহবুবুল আলম ও মোস্তফা কামাল জাহাঙ্গীর, জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু।

খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা খন্দকার ইয়াসির আরেফীন জানান, রোববার খুলনার ছয়টি আসনের মধ্যে তিনটি আসনের মনোনয়নপত্র বাছাই করা হয়। এই তিন আসনে ৩৩ জন প্রার্থীর মধ্যে ১৮ জনের বাতিল এবং ১৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সোমবার খুলনা-১, ২ ও ৩ নম্বর আসনের মনোনয়নপত্র বাছাই করা হবে।

সারাবাংলা/পিটিএম

খুলনা মনোনয়ন বাতিল

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর