Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি নেতা রুহুল কুদ্দুস দুলুর জামিন

স্টাফ করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৩ ২৩:০৩

ঢাকা: পুলিশের ওপর আক্রমণ ও নাশকতার মামলায় সাবেক ভূমি উপমন্ত্রী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

রোববার (৩ ডিসেম্বর) বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দিয়ে রুল জারি করেন।

আদালতে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

এর আগে গত ১৭ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে তাকে গুলশানের বাসা থেকে আটক করা হয়। পরদিন ১৮ অক্টোবর রাজধানীর বাড্ডার থানায় নাশকতার অভিযোগে করা মামলায় আদালতে তোলা হয়। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশের ওপর হামলার অভিযোগে ঢাকার বাড্ডা থানায় করা মামলায় গত ১৮ অক্টোবর রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে আদালতে তোলা হয়। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সেই থেকে কারাবন্দি বিএনপির এই নেতা।

ঢাকার বাড্ডা থানায় করা ওই মামলায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর আক্রমণ এবং নাশকতামূলক কর্মকাণ্ড সৃষ্টি করে দেশে অরাজকতার মাধ্যমে সরকারের ভাবমূর্তি নষ্টের অভিযোগ আনা হয়েছে।

সারাবাংলা/কেআইএফ/একে

দুলু নাশকতার মামলা বিএনপি নেতা হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর