Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নভেম্বরে রেমিট্যান্স এসেছে ২১ হাজার ২৩০ কোটি টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৩ ১৯:২৬ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২৩ ২০:৫২

ঢাকা: সদ্য বিদায়ী নভেম্বর মাসে প্রবাসী আয় কমেছে। এসময়ে প্রবাসীরা বৈধ পথে ও ব্যাংকের মাধ্যমে ১৯৩ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় (১ ডলার সমান ১১০ টাকা ধরে) এর পরিমাণ ২১ হাজার ২৩০ কোটি টাকা। তবে প্রবাসীদের পাঠানো এই রেমিট্যান্সের এ পরিমাণ আগের মাস অক্টোবরের চেয়ে প্রায় ৫ কোটি ডলার কম।

গত অক্টোবর মাসে প্রবাসীরা ১৯৭ কোটি ৭৫ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। রোববার (৩ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এসব চিত্র উঠে এসেছে।

বিজ্ঞাপন

অর্থনীতিবিদদের মতে, নভেম্বর মাসের প্রথমে ডলার রেট বেশি থাকায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছিল। কিন্তু নভেম্বরের মাঝামাঝি সময়ে এসে কেন্দ্রীয় হস্তক্ষেপে সংকটের মধ্যেও ডলারের দাম কমিয়ে আনে। এতে মাস শেষে এসে বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীরা নিরুৎসাহিত হয়েছেন। ফলে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ কমে যায়।

জানা গেছে, নভেম্বর মাসে প্রবাসীরা দেশে ১৯৩ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৪ কোটি ৪২ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৫ কোটি ৩২ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৭২ কোটি ৬৭ লাখ ডলার ও বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, ২০২২-২৩ অর্থবছরের রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৬১ কোটি ডলার।

এর আগে, ২০২১-২২ অর্থবছরে প্রবাসীরা ২ হাজার ১০৩ কোটি ডলার; ২০২০-২১ অর্থবছরে দুই হাজার ৪৭৭ কোটি ডলার; ২০১৯-২০ অর্থবছরে এক হাজার ৮২০ কোটি ৩০ লাখ মার্কিন ডলার; ২০১৮-১৯ অর্থবছরে এক হাজার ৬৩১ কোটি ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/এমও

টপ নিউজ নভেম্বর প্রবাসী আয় বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর