গণফোরামের ৯ নেতা ভোটে, ক্ষুব্ধ ড. কামাল
৩ ডিসেম্বর ২০২৩ ১৯:০২ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২৩ ১৯:৩৬
ঢাকা: দলীয় সিদ্ধান্তকে তোয়াক্কা না করে ৯ নেতা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ায় ক্ষুব্ধ হয়েছেন গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ড. কামাল হোসেন। এ জন্য দলটির নবনির্বাচিত সভাপতি সাবেক এমপি মফিজুল ইসলাম কামালকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে দলের সর্বোচ্চ ফোরাম। বিষয়টি নিয়ে তলবি সভাও ডাকা হয়। গণফোরামের ৫০ নেতার মধ্যে তলবি সভায় ৪৯ জন উপস্থিত থেকে দলের ‘বেঈমান’ নেতাদের বহিষ্কারের ব্যাপারে একমত হয়েছেন।
দলটির সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান জানান, গণফোরাম অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচনি তদারকি সরকার গঠনের দাবি করে আসছে। এ জন্য দলটি দ্বাদশ নির্বাচন বর্জন করার সিন্ধান্ত নেয়। হঠাৎ করে দলটির নবনির্বাচিত সভাপতি মফিজুল ইসলাম খান তার বাসভবনকে দলীয় অফিস দেখিয়ে দলের পক্ষ থেকে মোকাব্বির খানসহ ৯ জনকে মনোনয়ন দিয়েছেন। তিনি তার নেওয়া সিদ্ধান্ত থেকে দূরে সরে গিয়ে দলের সঙ্গে বেঈমানি করেছেন। এ জন্য তাকে গণফোরাম থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের তলবি সভা করে তাকে শোকজ করা হয়েছে।
তিনি বলেন, ‘এখন আমরা নির্বাচন কমিশনকে বিষয়টি অবহিত করব। এরপরই আইনি আশ্রয় নেব।’
এ বিষয়ে দলের সভাপতি মফিজুল ইসলাম খান কামাল বলেন, ‘দলের সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন দেওয়া হয়েছে। ওরা তলবি সভা করে বহিষ্কারের যে সিদ্ধান্ত নিয়েছে তা সম্পূর্ণ অবৈধভাবে নিয়েছে।’
তিনি আরও বলেন, ‘দলের সিন্ধান্ত অনুযায়ী গণফোরাম নির্বাচনে অংশ নিয়েছে। দল তো নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়নি। আমি দলের সভাপতি, পারলে আমার স্বাক্ষর তারা দেখাক।’
এ সময় তার কাছে জানতে চাওয়া হয় আপিনি দলের সঙ্গে বেঈমানি করেছেন বলে দলটির নেতারা মন্তব্য করেছেন। আপনার মন্তব্য কী? জাবাবে উত্তেজিত হয়ে বলেন, ‘আপনি চেনেন আমি কে? যারা এ সব বলে তারা পোলাপান, রাজনীতির কী বোঝে। শেখ হাসিনার অধীনে নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে। এ কারণে মনে করি, আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছি।’
সারাবাংলা/এএইচএইচ/একে