Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে ছিনতাইয়ের কবলে সৌদি নাগরিক, গ্রেফতার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৩ ১৭:৫০ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২৩ ১৮:৩৬

কক্সবাজার: কক্সবাজার শহরের কলাতলীতে বিদেশি এক পর্যটক ছিনতাইয়ের কবলে পড়েছিলেন। ছিনতাইয়ের ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে চার জনকে গ্রেফতার করেছে ট্যুরিস্ট পুলিশ। একইসঙ্গে ‘বাবু গ্রুপ’ নামে ছিনতাইকারী গ্রুপটির সব সদস্যকে শনাক্ত করার কথা জানিয়েছেন পুলিশ।

রোববার (৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ এসব তথ্য জানিয়েছেন।

গ্রেফতাররা হলেন- কক্সবাজার শহরের পশ্চিম নতুন বাহারছড়া এলাকার আবুল ফয়েজের ছেলে মেহেদী হাসান বাবু (১৬), একই এলাকার মোহাম্মদ ইউসূফের ছেলে আবির হোসেন সান (২৩), মনির হোসেনের ছেলে মোহাম্মদ আবির (১৯) ও ঝাউতলা গাড়ীর মাঠ এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোসাইদুল ইসলাম সামাদ (১৮)।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, ‘গত শুক্রবার রাতে কলাতলীর হোটেল ওশান প্যারাডাইসের সামনে থেকে বিদেশি পর্যটক (সৌদি নাগরিক) আল হুদায়বি খালিদ মোহাম্মদের হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন বাবু গ্রুপের বাবুসহ ৬ জন। ব্যাগ নিতে না পেরে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য ও থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে মাঠে নামে ট্যুরিস্ট পুলিশের স্পেশাল অপারেশনাল টিম। তাদের অভিযানে গ্রুপ প্রধান বাবুসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।’

প্রাথমিক জিজ্ঞাবাসাদের বরাত দিয়ে আপেল মাহমুদ বলেন, ‘অভিযুক্ত বাবু গ্রুপের বাবুসহ চারজন গ্রেফতার হলেও বাকি দুইজনও শনাক্ত হয়েছে। তাদেরও গ্রেফতার করা হবে। গ্রেফতারকৃত বাবু ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হয়েছে। তাকে আদালতে উপস্থাপন করা হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘পর্যটকদের নিরাপত্তায় পরিকল্পিতভাবে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। ছিনতাইকারী দমনে ট্যুরিস্ট পুলিশ ১০ সদস্যের স্পেশাল টিম গঠন করেছে। যারা ২৪ ঘণ্টা মাঠে রয়েছেন।’

সারাবাংলা/এমও

কক্সবাজার ছিনতাই সৌদি নাগরিক

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর