Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়িতে ৪ প্রার্থীর মনোনয়ন বৈধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৩ ১৫:২২

খাগড়াছড়ি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়িতে মনোনয়ন যাচাইবাছাই শেষে ৪ প্রার্থীর মনোয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) রিটার্নিং অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত বাছাই শেষে এসব মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

বৈধ প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা, জাতীয় পার্টির প্রার্থী মিথিলা রোয়াজা, জাকের পার্টির প্রার্থী মো. হোসেন ও ন্যাশনাল পিপলসের মো. মোস্তফা।

বিজ্ঞাপন

অন্যদিকে, মনোনয়ন পত্রে ভুল তথ্য দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমীর দত্ত চাকমা, তৃণমূল বিএনপির প্রার্থী উশেপ্রু মারমা ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হাবীবুর রহমানের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

এসময় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সহিদুজ্জামান, জেলা নির্বাচন অফিসার মো. কামরুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমও

খাগড়াছড়ি মনোনয়ন বৈধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর