Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেপটিক ট্যাংক থেকে মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৩ ১১:৪৮

পটুয়াখালী: জেলার বাউফল উপজেলায় টয়লেটের সেপটিক ট্যাংক থেকে আতিকুল ইসলাম (১২) নামের এক মাদরাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইসমাইল নামের অপর এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

বলাৎকারের পর বিষয়টি জানাজানি হওয়ার ভয়ে ওই শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল শরিবার (২ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার পাকডাল গ্রামের ফজলুর রহমান রাহিমীয়া নূরানী মাদরাসায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত আতিকুল পার্শ্ববর্তী বাকেরগঞ্জ উপজেলার দুরঘোপাশা ইউনিয়নের সরোয়ার সরদারের ছেলে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত শুক্রবার (১ ডিসেম্বর) জুমার নামাজের পরে ওই শিক্ষার্থী নিখোঁজ হয়। গতকাল তার সহপাঠী ইসমাইল হোসেনের আচরণবিধি সন্দেহজনক হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

ওই রাতেই আতিকুলের লাশ উদ্ধার করে পুলিশ। এরপর জিজ্ঞসাবাদে ইসমাইল বলাৎকারের পর আতিকুলকে হত্যার কথা স্বীকার করে বলে জানান পুলিশের এই কর্মকতা।

সারাবাংলা/এনএস

পটুয়াখালী বলাৎকার মরদেহ উদ্ধার মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

ফর্মে ফিরেও বাবরের আক্ষেপ
৬ জানুয়ারি ২০২৫ ১২:২১

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর