নওগাঁয় দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৩ ০৯:০২ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২৩ ১১:৩১
৩ ডিসেম্বর ২০২৩ ০৯:০২ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২৩ ১১:৩১
নওগাঁ: জেলার মহাদেবপুর উপজেলায় মহাসড়কের দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
গতকাল শনিবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের পিড়ারমোড় নামক স্থানে এ ঘটনা ঘটেছে।
খবর পেয়ে মহাদেবপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন। তিনি বলেন, এ ঘটনায় ট্রাকের সামনের অংশ পুরে গেছে। তবে কেউ হতাহত হয়নি।
সারাবাংলা/এআরপি/এনএস