রাজধানীতে এক রাতে ৩ বাসে আগুন
৩ ডিসেম্বর ২০২৩ ০০:২৬ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২৩ ১১:০০
ঢাকা: বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের আগের রাতে রাজধানীতে তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে গাবতলীতে পদ্মালাইন, সায়েদাবাদে ডেমরা পরিবহন ও আগারগাঁওয়ে ভুইয়া পরিবহনের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (২ নভেম্বর) রাতে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার এতথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাত ১১টা ৯ মিনিটে গাবতলী বাস টার্মিনালের সামনে পদ্মালাইন পরিবহনের বাসে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে কল্যাণপুর থেকে দু’টি ইউনিট পাঠিয়ে আগুন নিভিয়ে ফেলা হয়।
অন্যদিকে, সায়েদাবাদ এলাকায় ডেমরা পরিবহনের বাসে আগুন দেওয়ার সংবাদ দিয়েছে পুলিশ। আর আগারগাঁও এলাকায় ভুঁইয়া পরিবহনের বাসে আগুন দেওয়ার খবরও জানায় আইনশৃঙ্খলা বাহিনী।
এ ব্যাপারে জানতে চাইলে শাহজাহান শিকদার বলেন, ‘আগারগাঁও বেতার ভবনের সামনে বাসে আগুন দেওয়ার খবর পেয়েছি। তবে সায়েদাবাদে কোনো ইউনিট পাঠাতে হয়নি।’
সারাবাংলা/ইউজে/পিটিএম