Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পরিবারসহ অপহরণের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৩ ২১:২৯

বগুড়া: বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপির সমর্থক বেলাল হোসেনকে তার স্ত্রী-শিশু সন্তানসহ অপহরণের অভিযোগ পাওয়া গেছে। সারিয়াকান্দি উপজেলার সুতানারা গ্রামের আনোয়ার হোসেন বাদী হয়ে হেলাল উদ্দিনসহ ৪ জনের বিরুদ্ধে শনিবার (২ ডিসেম্বর) থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপির সমর্থক সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের সুতানারা গ্রামের বেলাল হোসেন (৩৭) ও তার স্ত্রী নাজমা খাতুন (৩৩) এবং তাদের তিন বছর বয়সী শিশু সন্তানকে হেলাল উদ্দিন ও তার লোকজন শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে অপহরণ করে নিয়ে গেছে।

বিজ্ঞাপন

স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপি জানান, নির্বাচনের নিয়ম অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীর শতকার ১% ভোটারের স্বাক্ষর মনোনয়ন পত্রের সঙ্গে জমা দিতে হয়। বেলালের পরিবার আমার সমর্থনে স্বাক্ষর দেওয়ায় প্রতিপক্ষের একটি মহল অসৎ উদ্দেশে এঘটনা ঘটিয়েছে। যা কোনোভাবেই কাম্য নয়। বিষয়টি আমি প্রশাসনকে জানিয়েছি।

সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার তৌহিদুর রহমান জানান, থানা অফিসার ইনচার্জ বিষয়টি আমাকে জানিয়েছেন।

সারাবাংলা/এমও

অপহরণ অপহরণের অভিযোগ স্বতন্ত্র প্রার্থী

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর