১৮ ডিসেম্বরের আগে নির্বাচনী প্রচারণার সুযোগ নেই: ইসি
২ ডিসেম্বর ২০২৩ ১৮:০৮ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৩ ১৮:১১
ঢাকা: আগামী ১৮ ডিসেম্বরের আগে কোনো ব্যক্তির প্রার্থী হওয়ার আইনগত সুযোগ নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে এর আগে কোনো নির্বাচনী এলাকায় কোনো প্রার্থীর পক্ষে বা বিপক্ষে নির্বাচনি প্রচারণারও সুযোগ নেই।
শনিবার (২ ডিসেম্বর) নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রিটার্নিং কর্মকর্তা প্রার্থী চূড়ান্ত করার আগে কোনো রাজনৈতিক দলের মনোনীত বা স্বতন্ত্র কোনো প্রার্থী আইন ও আচরণ বিধির অর্থে প্রার্থী নন। প্রার্থীদের তালিকা চূড়ান্ত করে প্রতীক বরাদ্দ করার পর প্রচারণার জন্য মাঠ উন্মুক্ত হবে। তখন নির্বাচনী এলাকায় প্রার্থীদের আচরণ বিধিমালা প্রযোজ্য হবে।
এতে আরও বলা হয়েছে, আচরণ প্রতিপালন বিষয়ে সংশ্লিষ্ট ১২ নং বিধিতে ২১ (একুশ) দিন পূর্বে কোন প্রার্থীর দ্বারা বা প্রার্থীর পক্ষে কোনো প্রকার নির্বাচনি প্রচারণা নিষিদ্ধ। প্রার্থীদের জন্য প্রার্থীদের পক্ষে নির্বাচনি প্রচারের সময় চলতি বছরের ১৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত নির্ধারণ করে দেওয়া হয়েছে। ১৮ ডিসেম্বর তারিখের আগে কোনো ব্যক্তির প্রার্থী হওয়ার আইনগত সুযোগ নেই।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশিষ্টজনদের কেউ কেউ বিভিন্ন ইলেকট্রনিক গণমাধ্যমের টকশোতে বা পত্রপত্রিকায় মন্তব্য করছেন যে, নির্বাচন কমিশন আচরণ বিধিমালার প্রয়োগ বিষয়ে নির্লিপ্ত। গণমাধ্যমে প্রচারিত বিশিষ্টজনদের এমন মনগড়া বক্তব্য জনগণকে বিভ্রান্ত করতে পারে; যা মোটেই কাম্য নয়।
সারাবাংলা/জিএস/এমও