Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উপজেলা চত্বরে আসায় মুরগি আটকে রাখলেন ইউএনও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৩ ১৭:৩২ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৩ ১৯:০৫

দিনাজপুর: হাকিমপুর উপজেলা পরিষদ চত্বরে মুরগি প্রবেশ করায় মুরগি আটকে রাখলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। প্রায় ১৭ ঘণ্টা মুরগি আটকে রাখার পর মালিককে অফিসে ডেকে অপমান করার অভিযোগও উঠেছে ইউএনও’র বিরুদ্ধে!

গত সোমবার (২৭ নভেম্বর) বিকেলে দিনাজপুরের হাকিমপুর উপজেলায় এ ঘটনা ঘটে। ওই দিন বিকেলে মুরগিটি আটক করার পর পরের দিন মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ শেষে মালিককে মুরগি ফেরত দেওয়া হয়।

বিজ্ঞাপন


মুরগির মালিক মাকছুদা বলেন, ‘গত সোমবার বিকেলে মুরগি বেঁধে রাখেন ইউএনও। পরে তার বাসার কাজের লোককে দিয়ে খুঁজে বের করে পরেরদিন ইউএনও অফিসে আমাকে দেখা করে মুরগি আনতে বলেন। আমি উপজেলায় গেলে, মুরগি কেন পরিষদে আসে, এই বলে অপমান করেন ইউএনও। এরপর আমাকে ধমক দিয়ে তাড়িয়ে দেন। একদিন আমার মুরগিটি আটকে রেখেছিলেন এই ইউএনও।’

উপজেলা ইউএনও কার্যালয়ের পিওন লাভলী বেগম বলেন, ‘ইউএনও স্যারের নির্দেশে মুরগি আটকে রাখা হয়েছিলো।’

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বলেন, ‘হ্যাঁ, আমি মুরগির মালিককে ডেকেছিলাম। উপজেলা পরিষদের পরিবেশ সুন্দর রাখার জন্যই আমি ব্যবস্থা নিয়েছি। আমি তাদের উপজেলা পরিষদে মুরগি না ছাড়ার জন্য নিরুৎসাহিত করেছি মাত্র।’

হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন বলেন, ‘বিষয়টি ছোট তবে দুঃখজনক। মুরগির মালিকসহ মহল্লাবাসী আমার কাছে এসেছিলেন। আমি বিষয়টি অবগত হয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করবো।’

সারাবাংলা/এমও

ইউএনও উপজেলা চত্বর টপ নিউজ মুরগি

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর