Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সভাপতিকে মুক্তি না দিলে অবরোধের ঘোষণা জেলা ছাত্রলীগের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৩ ১৬:২৮

নরসিংদী: নরসিংদীতে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের মামলায় গ্রেফতার হওয়া জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ছাত্রলীগ। শনিবার (২ ডিসেম্বর) দুপুরে জেলা ছাত্রলীগের উদ্যোগে শহরের শিক্ষাচত্বর এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনে জড়ো হন।

জেলা ও উপজেলার নেতাকর্মীরা বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে ও কাফনের কাপড় পড়ে অবিলম্বে রিমনের মুক্তির দাবি জানান। এসময় প্রায় এক ঘণ্টা শহরের ব্যস্ততম সড়ক ডিসি রোডে সবপ্রকার যানবাহন চলাচল বন্ধ ছিল।

বিজ্ঞাপন

নেতাকর্মীরা বলেন, ‘নরসিংদীর ছাত্রসমাজ আজ ঐক্যবদ্ধ হয়েছে। জেলার জনপ্রিয় ছাত্রনেতা রিমন ভাইকে মুক্তি না দিলে ছাত্রসমাজ যে কিভাবে ফুঁসে উঠতে পারে সেটির প্রমাণ ছাত্রসমাজ দেবে। আগামীকাল রোববার আদালতে রিমনের জামিন চাওয়া হবে। যদি তাকে নিঃশর্ত জামিন না দিয়ে মুক্তির পথকে বাধাগ্রস্ত করা হয় তাহলে ছাত্রসমাজ ঢাকা-সিলেট মহাসড়ক ও ঢাকা-চট্রগ্রাম-কক্সবাজার রেলপথ অবরোধ করা হবে।’

বিক্ষোভ-মানববন্ধনে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাজালাল আহমেদ শাওন, নরসিংদী সদর থানা ছাত্রলীগের সভাপতি রবিউল আলম একমি, সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ, নরসিংদী শহর ছাত্রলীগের সভাপতি এস এম ওয়াজিদ জয়, সাধারণ সম্পাদক আশিক আলম রিয়েল, নরসিংদী সরকারী কলেজের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম রিফাতসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত বুধবার নরসিংদী ক্লাবে আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য মো. নজরুল ইসলামের (বীরপ্রতিক) একটি মতবিনিময় সভা হয়। সভায় নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন তার বক্তব্যে নৌকার বিরুদ্ধে অবস্থান নেয়া স্বতন্ত্র প্রার্থীদের পেটানোর হুমকি দেয়

বিজ্ঞাপন

পরে নিবার্চনী আচরণবিধি ভঙ্গ করে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে গত বৃহস্পতিবার রাতে নরসিংদী সদর আসনের দায়িত্বে নিয়োজিত সহকারী রিটানিং অফিসার ওমর ফারুক বাদি হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। সে মামলায় গত শুক্রবার দুপুর ১টায় ঢাকার নিউমার্কেট থেকে আহসানুল ইসলাম রিমনকে নরসিংদী ডিবি পুলিশ গ্রেফতার করে।

গ্রেফতারের পর শনিবার সন্ধ্যায় পুলিশ তাকে নরসিংদীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমাদুল হাসানের আদালতে পাঠায়। এসময় তার পক্ষের আইনজীবী কাজী নাজমুল ইসলাম জামিনের প্রার্থনা করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

সারাবাংলা/এমও

অবরোধের ঘোষণা ছাত্রলীগ টপ নিউজ নরসিংদী

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর