Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজকীয় বিয়ের যত মুহূর্ত


১৯ মে ২০১৮ ১৮:১৪ | আপডেট: ১৯ মে ২০১৮ ১৯:০৫

। সারাবাংলা ডেস্ক।

রাজার বাড়িতে আজ বিয়ে। বিয়ে খোদ ইংল্যান্ডের যুবরাজের ছোট ছেলে হ্যারির। আমাদের তো রাজার শাসন গেছে সেই কবেই! অর্ধপৃথিবীর অধিশ্বর এই ইংল্যান্ডের রাজারাও আমাদের শাসন করেছেন প্রায় দুইশ বছর। রাজত্বের পাট চুকেছে সে-ও আশি বছর হতে চলল। পাণ্ডববর্জিত এই দেশে বহুদিন আর পা পড়ে না রাজা-যুবরাজদের। তাই বলে এই আলোচিত বিয়েতে আমাদের আগ্রহের খামতি আছে তা কিন্তু নয়। সংবাদমাধ্যমের কল্যাণে বহুজনের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আজকের এই রাজকীয় বিয়ে অনুষ্ঠান।

বিজ্ঞাপন

আজ শনিবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হয়েছে বহুল কাঙ্খিত রাজকীয় বিয়ের অনুষ্ঠান। সেই রাজকীয় বিয়ের কিছু মুহুর্তের ছবি রইল সারাবাংলার পাঠকদের জন্য-

প্রথম দেখা কনে। ছবি : সংগৃহীত

মা ডোরিয়া রেগল্যান্ডের সঙ্গে কনে মেগান মেরকেল। ছবি : সংগৃহীত

উইন্ডসর ক্যাসেলের দিকে এগিয়ে আসছে বিয়ের গাড়িবহর। ছবি : সংগৃহীত

কনের গাড়ি। ছবি : সংগৃহীত

বিয়ের গাড়িতে মেগান মেরকেল। ছবি : সংগৃহীত

বড় ভাই উইলিয়ামের সঙ্গে উইন্ডসর ক্যাসেলের দিকে যাচ্ছেন প্রিন্স হ্যারি।  ছবি : সংগৃহীত

বড় ভাই উইলিয়ামের সঙ্গে উইন্ডসর ক্যাসেলের দিকে যাচ্ছেন প্রিন্স হ্যারি।  ছবি : সংগৃহীত

গাড়ি থেকে নেমে উইন্ডসর ক্যাসেলের দিকে যাচ্ছেন মেগান মেরকেল। ছবি : সংগৃহীত

গাড়ি থেকে নেমে উইন্ডসর ক্যাসেলের দিকে যাচ্ছেন মেগান মেরকেল। ছবি : সংগৃহীত

গাড়ি থেকে নেমে উইন্ডসর ক্যাসেলের দিকে যাচ্ছেন মেগান মেরকেল। ছবি : সংগৃহীত

গাড়ি থেকে নেমে উইন্ডসর ক্যাসেলের দিকে যাচ্ছেন মেগান মেরকেল। ছবি : সংগৃহীত

গাড়ি থেকে নেমে উইন্ডসর ক্যাসেলের দিকে যাচ্ছেন মেগান মেরকেল। ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন

শ্বশুর প্রিন্স ফিলিপের হাত ধরে উইন্ডসর গির্জায় ঢুকছেন মেগান মেরকেল। ছবি : সংগৃহীত

উইন্ডসর গির্জায় প্রিন্স হ্যারির সঙ্গে মেগান মেরকেল। ছবি : সংগৃহীত

উইন্ডসর গির্জায় বিয়ের আসরে রানী এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ। ছবি : সংগৃহীত

উইন্ডসর গির্জার বাইরে প্রিন্স হ্যারি ও মেগান মেরকেলের ছবি নিয়ে দাঁড়িয়ে এক উৎফুল্ল ভক্ত। ছবি : সংগৃহীত

 

সারাবাংলা/ এসবি

 

বিজ্ঞাপন

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর