Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন করুক, জনগণ যাকে চায় সেই জিতবে’

সিনিয়র করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৩ ১৩:৪১ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৩ ১৫:১১

ফাইল ছবি

ঢাকা: স্বতন্ত্র প্রার্থীদের গণতন্ত্রের বিউটি (সৌন্দর্য) দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বতন্ত্র প্রার্থী যদি হেভিওয়েট কারো সীমানা পেরিয়ে জনপ্রিয়তায় এগিয়ে যায়, সেটা তো আমরা বাধা দিতে পারি না। এই বাধা তো এক ধরনের স্বাধীনতার হস্তক্ষেপ। ইলেকশন করুক, দেখা যাক জনগণ যাকে চায় সেই জিতবে।

শনিবার (২ ডিসেম্বর) সকালে দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন।

বিজ্ঞাপন

দলের অনেক প্রভাবশালী নেতা নৌকার মনোনয়ন পেয়েও স্বতন্ত্র আতঙ্কে রয়েছেন— এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন এ কথা বলেন। তিনি বলেন, গণতন্ত্র তো প্রতিযোগিতা। সুষ্ঠু নির্বাচন, সুষ্ঠু প্রতিযোগিতা। প্রার্থী প্রার্থীই। প্রার্থীকে আমরা প্রার্থী হিসাবেই বিবেচনা করি।

আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা স্বতন্ত্র প্রার্থীদের বসিয়ে দেওয়ার ক্ষেত্রে দলের হস্তক্ষেপ কামনা করছেন কি না— এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, স্বতন্ত্রকে বসিয়ে দেওয়ার জন্য! আমি তো এ পর্যন্ত পার্টি অফিসে সকাল বিকাল বসে থাকি। আমি তো এ ধরনের কোনো অভিযোগ পাইনি। ইলেকশন করুক দেখা যাক যাকে জনগণ চায় সেই জিতবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন সভাপতিমন্ডলীর সদস্য কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ দফতর সম্পাদক সায়েম খানসহ অন্যান্যরা।

সারাবাংলা/এনআর/ইআ/আইই

ওবায়দুল কাদের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর