রাঙ্গামাটি শহরে আগুনে পুড়ল ১২ দোকান
২ ডিসেম্বর ২০২৩ ১১:২৮ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৩ ১১:৩২
রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলা শহরের রাজবাড়ী স্টেডিয়াম এলাকায় অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়েছে।
শনিবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে আগুনের ঘটনা ঘটে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বিল্লাল হোসেন বলেন, আমরা সকাল ৬টা ৫৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পাই। ঘটনাস্থলে যাওয়ার পর ৭টা ২০ এর দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ১২টি দোকান পুড়েছে। ক্ষয়ক্ষতির বিষয়টি তাৎক্ষনিক বলা যাচ্ছে না।
তিনি জানান, প্রধান সড়কের পাশের আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর বেশিরভাগ টিনের চাউনির। খাবারের দোকানসহ অন্যান্য দোকান ছিল। দোকানের ভেতর তেজস্ক্রিয় পদার্থ থাকায় এখন সেটি নিষ্ক্রিয়ের কাজ চলছে।
স্থানীয় বাসিন্দা সুমন বড়ুয়া জানান, আগুনে পুড়ে যাওয়া দোকানপাটের মধ্যে কয়েকটি খাবারের (নাশতা) দোকান, একটি সোনার দোকান, একটি কাপড় দোকান ও একটি হার্ডওয়্যারের দোকান ছিল।
সারাবাংলা/ইআ