Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুবলীগ নেতার পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৩ ০০:২৮ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৩ ০০:৫৫

খুলনা: খুলনার তেরখাদায় রাকিব মোল্লা নামের এক যুবলীগ নেতার পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আহত রাকিব উপজেলার বারাসাত ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।

শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পশ্চিম কাটেংগা গ্রামে এ ঘটনা ঘটে। রাকিব ওই এলাকার আলম মোল্লার ছেলে। তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, রাকিব মোল্লার হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এক পর্যায়ে পায়ের রগ কেটে দেয়। সন্ধ্যায় বাড়ির পাশে রাস্তায় রাকিবের ওপর এ হামলা হয়। এ সময় রাকিবের চাচি নাজমা বেগম বাঁচাতে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়।

পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে তেরখাদা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাদের খুমেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) এস এম আলম কবির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/টিআর

পায়ের রগ যুবলীগ নেতা রগ কাটা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর