Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের সব থানার ওসি’কে বদলির নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২৩ ১৯:১৪ | আপডেট: ১ ডিসেম্বর ২০২৩ ২২:৪৫

ঢাকা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদলি করতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১ ডিসেম্বর) ইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ইসির উপসচিব মো. মিজানুর রহমান এ সংক্রান্ত একটি নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, সারাদেশে যেসব থানার ওসিরা ছয় মাসের বেশি একই থানায় কর্মরত রয়েছেন, তাদের আগামী ৫ ডিসেম্বরের মধ্যে অন্য জেলায় অথবা অন্যত্র বদলি করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ইসি জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পর্যায়ক্রমে বদলি করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে। এ লক্ষ্যে প্রথম পর্যায়ে যেসব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বর্তমান কর্মস্থলে ছয় মাসের অধিক চাকরিকাল শেষ হয়েছে তাদের অন্য জেলায়/অন্যত্র বদলির প্রস্তাব আগামী ৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে পাঠানো প্রয়োজন। এ অবস্থায় উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হলো।

চিঠিটি মন্ত্রিপরিষদ সচিব এবং মহাপুলিশ পরিদর্শকেরও কাছে পাঠানো হয়েছে।

সারাবাংলা/জিএস/এমও

ইসি ওসি বদলি টপ নিউজ থানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর