Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্ধুর ডাকে মারামারি করতে গিয়ে খুন হন হৃদয়

স্টাফ করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২৩ ১৭:২৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে খুনের মামলায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১ ডিসেম্বর) সকালে খুলশী থানার টাইগারপাস রেলওয়ে কলোনির লালঘরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জাহিদ হোসেন (২৩) কুমিল্লার লাকসাম থানার বাগমারা এলাকার কামাল হোসেনের ছেলে।

খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার সারাবাংলাকে জানান, গত ২১ নভেম্বর হৃদয় নামের যুবককে খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, এস আলম নামে একজনের সঙ্গে তার পূর্বশত্রুতা ছিল। হাতাহাতিও হয়েছিল তাদের। এস আলম আবার হৃদয়ের বন্ধু। ঘটনার দিন জাহিদসহ তিনবন্ধু মিলে ব্যাটারিচালিত রিকশায় এক জায়গায় যাচ্ছিল।

পথেই এস আলম রিকশা আটকে তাদের সঙ্গে তর্কাতর্কি ও মারামারি শুরু করে। হৃদয় তখন এস আলমের সঙ্গেই ছিল। একপর্যায়ে জাহিদ ও তার সঙ্গে থাকা বন্ধুরা হৃদয়কে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সেদিনই হৃদয় মারা যায়। পরদিন হৃদয়ের মা বাদি হয়ে জাহিদের নাম উল্লেখ করে ও অজ্ঞাত দুইজনকে আসামি করে খুলশি থানায় মামলা করেন।

ওসি আরও বলেন, ‘ঘটনার পর থেকেই পুলিশ তাদের ধরতে অভিযানে নেমে পড়ে। খবর পেয়ে জাহিদকে আমরা গ্রেফতার করি। সে আমাদের আরও দুইজনের নাম বলেছে। তাদের ধরতে আমাদের অভিযান চলছে। তারা সবাই পেশাদার ছিনতাইকারী। এস আলমকেও আমরা ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেফতার করেছিলাম। পরে সে জামিনে বের হয়ে যায়।’

সারাবাংলা/আইসি/এমও

চট্টগ্রাম মারামারি

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর