Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে মেয়ের হাতে বাবা খুন

স্টাফ করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২৩ ১৭:১৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের লোহাগাড়ায় পারিবারিক কলহের জেরে মেয়ের দায়ের কোপে বাবার মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, গরুকে ভুসি খাওয়ানো নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে এ ঘটনা ঘটেছে।

শুক্রবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার পুটিবিলা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান (৫০) ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রামবিলা গ্রামের বাসিন্দা। খুনের দায়ে তার ২০ বছর বয়সী কন্যা হুমাইরা আক্তারকে গ্রেফতার করা হয়েছে।

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) খাইরুল ইসলাম খান সারাবাংলাকে বলেন, ‘সকালে গরুকে ভুসি খাওয়ানোকে কেন্দ্র করে হুমাইয়ার সঙ্গে আবদুর রহমানের কথা কাটাকাটি হয়। এরপর হুমাইরাকে থাপ্পড় মারেন তিনি। এতে রেগে গিয়ে ধারালো দা দিয়ে পিতার ঘাড়ে কোপ দেয় সে। পরে স্থানীয়রা আবদুর রহমানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মামলা প্রক্রিয়াধীন।’

সারাবাংলা/আইসি/এনইউ

খুন চট্টগ্রাম বাবা মেয়ে

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর