রাজধানীতে গৃহবধূর গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার
১ ডিসেম্বর ২০২৩ ১৬:৩৫
ঢাকা: রাজধানীর ডেমরার বক্সনগর এলাকায় রোজি আফসানা রিমা (২৪) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের দাবি তিনি আত্মহত্যা করেছেন।
শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। রিমার নয়বছরের একটি মেয়ে রয়েছে।
হাসপাতালে রিমার মা আসমা আক্তার জানান, তারা ডেমরা পশ্চিম বক্সনগর এসি মসজিদের পাশে চার তলা ভবনের নিচ তলায় থাকেন। রিমার স্বামী নয়ন মিয়া ছয় মাস আগে দালালের মাধ্যমে সৌদিআরব যান। কিন্তু সেখানে এখনও তিনি কোনো কাজ পাননি। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো।
তিনি আরও জানান, রিমার স্বামী নয়ন আজকেও ফোন দিয়ে রিমার সাথে ঝগড়া করে। বেলা সাড়ে ১২টার দিকে রিমা ঘরের দরজা বন্ধ করে দেয়। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও দরজা না খোলায় প্রতিবেশীদের মাধ্যমে দরজা ভেঙে ভেতরে ঢুকলে রিমাকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দুপুর আড়াইটার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটির ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি ডেমরা থানার পুলিশকে জানানো হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এনইউ