Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গরুর মাংসে রঙ মিশিয়ে বিক্রি, ২ ব্যবসায়ীর জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২৩ ১৫:৫৬

সিরাজগঞ্জ: গরুর মাংসে কৃত্রিম রং মিশিয়ে বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।

শুক্রবার (১ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জ জেলা সদরের বড় বাজার, মিরপুর ওয়াবদা বাজার ও কড্ডার মোড় এলাকায় বিভিন্ন মাংসের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় গরুর মাংসে রঙ মিশানো, মূল্য তালিকা না টাঙানোসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুই মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন অধিদফতরের সিরাজগঞ্জের সহকারী পরিচালক হাসান আল মারুফ।

বিজ্ঞাপন

তিনি বলেন, ছুটিরদিনে মাংসের দোকানে চাপ বেশি থাকে। এ সুযোগে তারা রঙ মিশিয়ে মাংস বিক্রি করছিল। মাংসেও যে রঙ মিশিয়ে বিক্রি হয় এটা আগে জানতাম না। পরে অভিযান চালিয়ে মিরপুর ওয়াবদা বাজারে জুলমত মাংসের দোকানকে মাংসের সঙ্গে রঙ মিশিয়ে বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে পাঁচ হাজার টাকা ও কড্ডার মোড় এলাকায় রেজাউল মাংসের দোকানকে মাংসের সাথে রঙ মিশিয়ে বিক্রয় করার অপরাধে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

অভিযানে পুলিশ লাইন সিরাজগঞ্জের একটি টিম সহযোগিতা করে।

সারাবাংলা/এনইউ

গরু জরিমানা মাংস রঙ সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর