Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথমবার কক্সবাজার থেকে ট্রেন ছাড়ল ঢাকার পথে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২৩ ১২:৪৩ | আপডেট: ১ ডিসেম্বর ২০২৩ ১২:৫৬

কক্সবাজার এক্সপ্রেসের প্রথম ট্রিপের দুই ক্ষুদে যাত্রী। ছবি: সারাবাংলা

কক্সবাজার: অবশেষে পর্যটন নগরী কক্সবাজার থেকে ঢাকায় স্বপ্নের ট্রেন যাত্রা শুরু করেছে। ‘কক্সবাজার এক্সপ্রেস’ নামের ট্রেনটি শুক্রবার (০১ ডিসেম্বর) দুপুরে ১২টা ৩৫ মিনিটে কক্সবাজারের আইকনিক রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

এর মধ্য দিয়ে কক্সবাজার তো বটেই, বৃহত্তর দক্ষিণ চট্টগ্রামবাসীর অপেক্ষার অবসান হলো। একই ট্রেন রাত সাড়ে ১০টায় আবার যাত্রী নিয়ে রওনা দেবে ঢাকা থেকে। প্রথমবার যাত্রী নিয়ে কক্সবাজার থেকে সেই ট্রেন ঢাকায় পৌঁছাবে শনিবার (২ ডিসেম্বর) সকালে।

বিজ্ঞাপন

প্রথম ট্রিপে কক্সবাজার থেকে ঢাকা গিয়েছে কক্সবাজার এক্সপ্রেসের এই ট্রেনটি। ছবি: সারাবাংলা

রেলপথ মন্ত্রণালয়ের সূত্রগুলো জানিয়েছে, কক্সবাজার-ঢাকা রেলপথের দৈর্ঘ্য প্রায় ৪৮০ কিলোমিটার। তবে এই রেলপথের বাণিজ্যিক দূরত্ব ৫৫১ কিলোমিটার। এই দূরত্ব পেরিয়ে ঢাকা-কক্সবাজার রুটে যাত্রায় সময় লাগবে আট ঘণ্টা ১০ মিনিট। এই রুটে সর্বনিম্ন ভাড়া ৬৯০ টাকা।

কক্সবাজার আইকনিক রেল স্টেশনের অন্যতম স্টেশন মাস্টার মো. ফরহাদ বিন জাফর বলেন, কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি প্রথম দিন এক হাজার ২০ জন যাত্রী নিয়ে ঢাকার পথে যাত্রা করে। ট্রেনটিতে মোট ২৩ বাস বা বগী থাকবে।

# ‘কক্সবাজার এক্সপ্রেস’ যাচ্ছে ঢাকায়, সমাপ্তি ঘটছে অপেক্ষার

সারাবাংলা/এনইউ

কক্সবাজার এক্সপ্রেস ঢাকা যাত্রা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর