একই লাইনে ২ শাটল ট্রেন, অল্পের জন্য রক্ষা
১ ডিসেম্বর ২০২৩ ০৯:০১ | আপডেট: ১ ডিসেম্বর ২০২৩ ২০:৪৯
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন ও চট্টগ্রামের নাজিরহাটগামী ট্রেন রেল স্টেশনে ক্রসিং ভুল করে একই লাইনে দুটি যাত্রীবাহী ট্রেন মুখোমুখি হয়ে পড়েছিল। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেন দুটি।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে চট্টগ্রামের ফতেয়াবাদ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় থেকে সাড়ে ৯টার শহরগামী শাটল ট্রেন ও নাজিরহাট ডেমু ট্রেনের সঙ্গে ক্রসিংয়ে ভুল করে এই মুখোমুখি সংঘর্ষের উপক্রম হয়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার সারাবাংলাকে বলেন, ‘ক্রসিং ভুল করে দুটি ট্রেন একই লাইনে ঢুকে পড়েছিল। তবে মুখোমুখি আসার পর চালকরা ট্রেন দুটি দূরত্ব রেখেই বন্ধ করে দেয়। বড় এক সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছে ট্রেন দুটি।’
ফতেয়াবাদ স্টেশন মাস্টার নাহিদা খাতুন বলেন সারাবাংলাকে বলেন, ‘পয়েন্টম্যানের ভুলের কারণে দুটি ট্রেন মুখোমুখি সংঘর্ষের উপক্রম হয়েছিল কিন্তু সে নিজেই আবার ট্রেন দুটি থামিয়েছে। বড় ধরনের সংঘর্ষ থেকে রক্ষা পাওয়া গেছে।’
সারাবাংলা/এমএ/টিআর