Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর সঙ্গে নজরুল ইসলাম খানের বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৩ ২২:৫৬

ঢাকা: সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল এবং নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর সঙ্গে যৌথসভা করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে তোপখানা রোডের শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এ সভা হয়।

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা রাজপথে সক্রিয় বিরোধী রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, জাতীয় সংসদের বিলুপ্তি, বেগম খালেদা জিয়াসহ হয়রানিমূলক রাজনৈতিক মামলায় সাজাপ্রাপ্ত ও গ্রেফতার রাজবন্দীদের মুক্তির দাবিতে আমাদের এ আন্দোলন। আমাদের দাবিগুলো ইতোমধ্যে গণদাবিতে পরিণত হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘গণদাবির এই আন্দোলনে আতঙ্কগ্রস্ত হয়ে পরিকল্পিত সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটিয়ে সরকার গত ২৮ অক্টোবর বিএনপিসহ বিরোধীদলগুলোর মহাসমাবেশ পণ্ড করে দেয়। বিএনপিসহ বিরোধীদের ওপর এই দায় চাপিয়ে গত এক মাস দমন-নিপীড়ন ও গ্রেফতার চালিয়ে দেশব্যাপী তার ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সরকার ও সরকারি দলের এইসব নৃশংসতায় যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য আমরা গভীর শোক প্রকাশ করি, নিহত,আহত ও কারাবন্দীদের পরিবারের প্রতি আমরা সহমর্মিতা প্রকাশ করছি।’

নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি, সরকারের পদত্যাগের গণদাবিকে উপেক্ষা করে ২০১৪ ও ২০১৮ সালের মতো আরেকটি নীলনকশার নির্বাচনের পাঁয়তারা করছে। সরকারের এই এজেন্ডা বাস্তবায়ন করতে সরকারের সহযোগী হিসেবে নির্বাচন কমিশন আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এই তফসিলকে আমরা প্রত্যাখান করছি।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমরা অবিলম্বে তফসিল বাতিলের দাবি জানাচ্ছি। একইসঙ্গে অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

নজরুল ইসলাম খান বলেন, ‘সরকার যদি জিদ, অহমিকা নিয়ে জবরদস্তি করে নির্বাচনের নামে আরেকটি তামাশা মঞ্চস্থ করতে চায়, তাহলে তাদের এই অশুভ তৎপরতা প্রতিরোধ করা ছাড়া দেশবাসীর সামনে অন্য কোনো পথ থাকবে না।’

তিনি বলেন, ‘আমরা সরকার ও সরকারি দলের সবধরনের উসকানি, সহিংসতা ও পরিকল্পিত নাশকতা এড়িয়ে শান্তিপূর্ণভাবে চলমান গণআন্দোলনকে বিজয়ের পথে এগিয়ে নেওয়ার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাই। এই আন্দোলনে সব বিরোধী দল, শ্রেণি-পেশা ও সামাজিক সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানাই।’

বাংলাদেশ জাতীয় পার্টির (কাজী জাফর) সভাপতি মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ড. ফরিদুজ্জামান ফরহাদ, এ টি এম গোলাম মাওলা চৌধুরী, খন্দকার লুৎফর রহমান, হাসনাত কাইয়ূম, মুফতি মুহিউদ্দিন, এম এন শাওন সাদেকী, মো. আবুল কাশেম, ড. মো. নেয়ামুল, হারুন আল রশিদ খান, কমরেড হারুন চৌধুরী, পারভীন নাসের ভাসানী, এড. মো. আজহারুল ইসলাম, শামসুল, অধ্যাপক মাওলানা আব্দুল করিম, রাশেদ প্রধান, লায়ন মো, ফারুক রহমান, শাহাদাত হোসেন সেলিম, এড. তাজুল ইসলাম, ডা. সামছুল আলম, ফারুক হাসান, আবুল কালাম আজাদ, বাবুল সরকার চাখারী, মাহমুদুর রহমান, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, জোনায়েদ সাকি, শেখ রফিকুল ইসলাম বাবলু, সুব্রত চৌধুরী, কারী আবু তাহের, সাইফুল হক, নুরুল হক নূর, জাভেদ সালাউদ্দিন, শাহ আহমেদ, ব্যারিস্টার নাসিম খান, কমরেড ডা. নুরুল ইসলাম, খোকন চন্দ্র দাস প্রমুখ।

সারাবাংলা/এজেড/পিটিএম

টপ নিউজ নজরুল ইসলাম খান বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর