স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দলের পদ হারালেন ডা. আক্কাস
৩০ নভেম্বর ২০২৩ ২০:১২
ঢাকা: দলীয় সিদ্ধান্ত অমান্য করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দলের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য প্রফেসর ডা. আক্কাস আলীকে অব্যাহতি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই এ সিদ্ধান্ত নেন।
সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপত্তিতে বলা হয়, দলের নীতি-আদর্শ পরিপন্থী এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত ভঙ্গ করে একতরফা পাতানো নির্বাচনে অংশগ্রহণের উদ্দেশ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দেওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য প্রফেসর ডা. আক্কাস আলী সরকারকে উপদেষ্টা পরিষদসহ সংগঠনের সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
পাশাপাশি সংগঠনের নীতিমালা ও শৃঙ্খলা লঙ্ঘনের দায়ে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, এজন্য সাত দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
উল্লেখ্য, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য প্রফেসর ডা. আক্কাস আলী কুড়িগ্রাম-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়পত্র জমা দিয়েছেন। তিনি এর আগে এই আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
সারাবাংলা/এজেড/পিটিএম