বাংলাদেশ কংগ্রেস থেকে হিরো আলমের মনোনয়নপত্র জমা
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৩ ১৯:৫২
৩০ নভেম্বর ২০২৩ ১৯:৫২
বগুড়া: বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী (ডাব প্রতীক) হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ কংগ্রেসের নেতৃত্বাধীন জোটের একক প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র দাখিল করা হয়।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে হিরো আলমের পক্ষে তার ব্যক্তিগত সহকারী সুজন রহমান ওরফে শুভ রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলামের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
হিরো আলমের ব্যক্তিগত সহকারী সুজন রহমান জানান, আজ মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তিনি বগুড়ায় উপস্থিত না থাকলেও মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন উপস্থিত থাকবেন।
এছাড়াও এদিন বগুড়ার সাতটি আসনে ৮৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সারাবাংলা/এনইউ