Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাধারণ ক্যাডারে পদ ৪৮৯, সর্বোচ্চ প্রশাসন-পুলিশে [বিজ্ঞপ্তিসহ]

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৩ ২৩:৩৪ | আপডেট: ১ ডিসেম্বর ২০২৩ ১০:৪২

ঢাকা: গত ১০টি বিসিএসের মধ্যে রেকর্ডসংখ্যক শূন্য পদ রেখে ৪৬তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এবারের বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা তিন হাজার ১৪০। এর মধ্যে সাধারণ ক্যাডারে পদের সংখ্যা ৪৮৯টি। বরাবরের মতোই সাধারণ ক্যাডারগুলোর মধ্যে সর্বোচ্চ শূন্য পদ রয়েছে প্রশাসন ও পুলিশ ক্যাডারে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ৪৬তম বিসিএসের এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তথ্য ঘেঁটে দেখা যায়, ৩৪তম থেকে শুরু করে ৪৬তম পর্যন্ত ১৩টি বিসিএসের মধ্যে সাধারণ বিজ্ঞপ্তি ছিল ১০টিতে। এই ১০টি বিসিএসের মধ্যে এবারই শূন্য পদের সংখ্যা সর্বোচ্চ এবং প্রথমবার তা তিন হাজার ছাড়িয়েছে।

বিজ্ঞাপন

এবারের বিজ্ঞপ্তিতে সাধারণ ক্যাডারে ৪৮৯টি পদের কথা আগেই বলা হয়েছে। এর বাইরে টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডারে শূন্য পদের সংখ্যা দুই হাজার ৭৪টি। এ ছাড়া সরকারি কলেজগুলোর জন্য ৪২৯টি ও সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোর জন্য ৯১টিসহ সাধারণ শিক্ষা ক্যাডারে শূন্য পদ রয়েছে ৫২০টি। আর কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য কারিগরি শিক্ষা ক্যাডারে ৫৭টি শূন্য পদ রয়েছে বিজ্ঞপ্তিতে।

আরও পড়ুন- ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ১০ বিসিএসে সর্বোচ্চ

বিজ্ঞপ্তির তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, অন্য বিসিএসগুলোর মতো ৪৬তম বিসিএসেও সাধারণ ক্যাডারগুলোর মধ্যে সর্বোচ্চ শূন্য পদ রয়েছে প্রশাসন ক্যাডারে। এ বছর এই ক্যাডারে পদ সংখ্যা ২৭৪টি। দ্বিতীয় সর্বোচ্চ পদও বরাবরের মতোই পুলিশ ক্যাডারে। এবারে এই ক্যাডারে পদসংখ্যা ৮০টি।

এ ছাড়া বিসিএস পররাষ্ট্র ক্যাডারে ১০টি, বিসিএস আনসার ক্যাডারে ১৪টি, বিসিএস নিরীক্ষা ও হিসাব ক্যাডারে চারটি, বিসিএস কর ক্যাডারে ৩৮টি, বিসিএস শুল্ক ও আবগারি ক্যাডারে ছয়টি, বিসিএস সমবায় ক্যাডারে সাতটি, বিসিএস রেলওয়ে ক্যাডারে দুটি, বিসিএস তথ্য ক্যাডারে ৩৩টি, বিসিএস ডাক ক্যাডারে চারটি, বিসিএস পরিবার পরিকল্পনা ক্যাডারে ১৫টি ও বিসিএস খাদ্য ক্যাডারে দুটি শূন্য পদ রয়েছে।

বিজ্ঞাপন

পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দেখুন এখানে—

টেকনিক্যাল ক্যাডারগুলোর মধ্যে সর্বোচ্চ এক হাজার ৬৮৮টি পদ রয়েছে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে। এর মধ্যে সহকারী সার্জনের পদ এক হাজার ৬৮২টি, সহকারী ডেন্টাল সার্জনের পর ১৬টি। অন্য টেকনিক্যাল ক্যাডারের মধ্যে বিসিএস গণপূর্তকে শূন্য পদ ৬৫টি, বিসিএস কৃষিতে পদ ৬৮টি, বিসিএস পশুপালনে পদ ৯০টি, বিসিএস তথ্য ক্যাডারে ১৯টি, বিসিএস পরিবার পরিকল্পনায় ৪৯টি, বিসিএস সড়ক ও জনপথে ৩৩টি।

এদিকে সরকারি কলেজগুলোর জন্য সাধারণ শিক্ষা ক্যাডারে প্রভাষকের ৪২৯টি পদ রয়েছে ৩৫টি ভিন্ন ভিন্ন বিষয়ে। আর সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোর জন্য এই ক্যাডারে প্রভাষকের ৯১টি পদ রয়েছে ১৫টি বিষয়ে বিপরীতে।

অন্যদিকে পলিটেকনিক ইনস্টিটিউট, গ্রাফিক আর্টস ইনস্টিটিউট, বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট এবং অব গ্লাস অ্যান্ড সিরামিক ইনস্টিটিউটের জন্য কারিগরি শিক্ষা ক্যাডারে শূন্য পদ ৫৭টি। এর মধ্যে ওয়ার্কশপ সুপারের পদ চারটি, বাকি পদগুলো ইনস্ট্রাক্টরের।

আগামী ১০ ডিসেম্বর সকাল ১০টায় ৪৬তম বিসিএসের আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরু হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা। এই সময়ের মধ্যে ইউজার আইডি পাওয়া প্রার্থীরা ৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত ফি জমা দেওয়ার সুযোগ পাবেন।

সারাবাংলা/টিআর

৪৬তম বিসিএস টপ নিউজ পিএসসি পুলিশ ক্যাডার প্রশাসন ক্যাডার বিসিএস বিসিএস পরীক্ষা বিসিএসের বিজ্ঞপ্তি সাধারণ শিক্ষা ক্যাডার স্বাস্থ্য ক্যাডার

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর