Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নৌকায় ভোট করবেন বিএনপির শাহজাহান

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৩ ১৭:৪৬ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৩ ১৯:৩০

বৃহস্পতিবার বিকেলে নিজ চেম্বারে সংবাদ সম্মেলন করেন শাহজাহান ওমর। ছবি: সারাবাংলা

ঢাকা: আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট করার ঘোষণা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজার ইউটিসি ভবনের নিজ চেম্বারে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

এদিকে ঝালকাঠি-১ আসনে ব্যারিস্টার শাহজাহান ওমরকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়ে রির্টার্নিং কর্মকর্তাকে চিঠি দিয়েছে আওয়ামী লীগ।

আরও পড়ুন- বিকেলে জামিন, সন্ধ্যায় মুক্তি: ভোটে যাওয়ার গুঞ্জন!

সংবাদ সম্মেলনে শাহজাহান ওমর বলেন, ‘১৯৭৮ সালে বিএনপির পলিটিক্সে যোগদান করি এবং ৩১ বছর বয়সে সংসদ সদস্য নির্বাচিত হই। এরপর ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সংসদ সদস্য নির্বাচিত হই। ২০০৮-এ নির্বাচন করতে পারিনি। তখন আমার বিরুদ্ধে পলিটিক্যাল মামলা ছিল।’

তিনি বলেন, ‘জিয়াউর রহমান আমার টিচার ছিলেন পাকিস্তান মিলিটারি একাডেমিতে। উনার ডাকে আমি সাড়া দিয়েছি। উনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন। খালেদা জিয়াও আমাকে অত্যন্ত স্নেহ করেন। তো বেগম জিয়াকে তো এখন আমি ফ্রেম অব পলিটিক্যাল অ্যাপিয়ারেন্সে দেখি না। ফ্রিডম ফাইটার হিসেবে আমার তো একটা অহংকার আছে। এর সঙ্গে বর্তমান রাজনীতি টালি করে না। আমি বারবার বলেছি, রাজনীতি থেকে রিজাইন দেবো। আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুকে জড়িয়ে ধরে বারবার বলেছেন, আমাদের ছেড়ে যাবেন? তো কতখানি আর করা যায়?’

শাহজাহান ওমর বলেন, ‘নির্বাচন আবার আসছে। এখন আমার বয়স ৭৭। কিন্তু বিএনপি এবার নির্বাচনে যাচ্ছে না। টার্মস অব কন্ডিশন তারা যা ইম্পোজ করেছে, এটা তো কারও পক্ষে শতভাগ মানা সম্ভব না।… তো এ দেশের রাজনীতি কি কচি-কাঁচারা নিয়ন্ত্রণ করবে? নাকি অভিজ্ঞ, সচেতন— এরা নিয়ন্ত্রণ করবে? এখানেই আমার ক্ল্যাশ। আমি দেখি রাজনীতিতে যারা সচেতন, অভিজ্ঞ, রাজনীতি চর্চা করে, রাজনীতির ভাষা জানে, তারা রাজনীতিতে নাই। রাজনীতিতে আছে কচি-কাঁচার দল।’

বিজ্ঞাপন

আরও পড়ুন- বিএনপির শাহজাহানকে ঝালকাঠি-১ আসনে প্রার্থী ঘোষণা আ.লীগের

তিনি বলেন, ‘এ ধরনের রাজনীতি আমি অ্যাড্রেস করতে পারি না। ৭৭ বছর বয়স হয়েছে। এবার তারা (বিএনপি) নির্বাচনে গেল না। আর কবে যাবে, গড নোজ। ইন দ্য মিনটাইম, আমাকে অফার দেওয়া হলো, ইলেকশন করেন। আমি বললাম, কীভাবে নির্বাচন করব? আমার দল তো করে না। আমাকে বলা হলো, নিরপেক্ষ নির্বাচন করেন। কিন্তু আমার আসনে ৬০ শতাংশ বিএনপি। ৪০ শতাংশ আওয়ামী লীগ। আমি যদি নিরপেক্ষ নির্বাচনে যাই, তাহলে আওয়ামী লীগ আমাকে একটা ভোট দেবে না। আর আমার বিএনপি তো বলবে এই লোক দলছাড়া।’

শাহজাহান ওমর বলেন, ‘জিয়াউর রহমানের রাজনীতি করেছি। হি ওয়াজ আ গুডম্যান, ফ্রিডম ফাইটার, বীর উত্তম। সুতরাং তার রাজনীতি করা সাজে। বেগম খালেদা জিয়ারও রাজনীতি করা সাজে। এরপরে যারা আছেন, তাদের কতটুকু সাজে, সেটা আপনারা দেশের সুনাগরিক ভালো জানেন।’

তিনি বলেন, ‘জিয়ার রাজনীতি ছেড়ে বঙ্গবন্ধুর রাজনীতি আসা আমি মনে করি প্রোমোশন। জিয়াউর রহমানের রাজনীতি থেকে বঙ্গবন্ধুর রাজনীতি বেটার। আপনারা হয়তো বলতে পারেন, অতীতে কেন করেন নাই? আমি যখন রাজনীতি করি, তখন আওয়ামী লীগ ছিল না।’

শাহজাহান ওমর বলেন, ‘আমার আসনে আমার বন্ধু-বান্ধব, অনুসারী আছে। তারা হামলা-মামলায় জর্জরিত। তারা এটা ধরে রাখছে আমার কারণে। এখন আমি দেখলাম, আমার এলাকার স্বার্থে, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের স্বার্থে আই শুড বি ইন ইলেকশন। যদি মাননীয় নেত্রী (শেখ হাসিনা) আমাকে নৌকা প্রতীক দেন, আই গো ফর দ্যাট।’

শাহজাহান ওমরের সংসদীয় আসন ঝালকাঠি-১। এই আসন থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০০৩ সালের ৭ এপ্রিল থেকে ২০০৬ সালের ২৯ অক্টোবর পর্যন্ত বিএনপি সরকারের আইন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

বিজ্ঞাপন

বাস পোড়ানোর মামলায় গ্রেফতার হয়ে কাশিমপুর কারাগারে ছিলেন শাহজাহান ওমর। বুধবার (২৯ নভেম্বর) বিকেলে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সাল আতিক বিন কাদের বিএনপির এই শীর্ষ নেতার জামিন মঞ্জুর করেন। এরপর দ্রুত বেইল বন্ড পৌঁছে দেওয়া হয় কারাগারে। সন্ধ্যাতেই কারামুক্ত হন শাহজাহান ওমর।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলের শীর্ষ অনেক নেতাই কারাগারে রয়েছেন। তাদের জামিন আবেদন বারবার নাকচ হয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে শাহজাহান ওমরের জামিন মঞ্জুর হওয়ায় গুঞ্জন ছিল, তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার শর্তেই দ্রুত মুক্তি পেয়েছেন।

এর মধ্যেই বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগের পক্ষ থেকে শাহজাহান ওমরকে ঝালকাঠি-১ আসনে প্রার্থী হিসেবে চূড়ান্ত করার ঘোষণা এসেছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রিটার্নিং কর্মকর্তাকেও চিঠি দিয়েছেন, শাহজাহান ওমরকে যেন এই আসনে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

সারাবাংলা/এজেড/টিআর

জাতীয়-নির্বাচন টপ নিউজ শাহজাহান ওমর সংসদ নির্বাচন

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর