Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈশ্বরগঞ্জে ট্রাকচাপায় ২ পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৩ ১৭:১৭

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বালুবাহী ট্রাকের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন-সংলগ্ন অংশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার রাজিবপুরে নওপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে আব্দুস সাত্তার (৫৫) ও পৌর সদরের দত্তপাড়া এলাকার দুলাল গৌরের স্ত্রী জনতী গৌর (৬০)।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে কিশোরগঞ্জগামী একটি বালুবাহী ট্রাক ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জনতী গৌর মারা যান এবং আব্দুস সাত্তার গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাৎক্ষণিক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জানান, ট্রাকটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সারাবাংলা/এনইউ

টপ নিউজ ট্রাকচাপা পথচারী ময়মনসিংহ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর