Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানিকগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মমতাজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৩ ১৪:০১

মানিকগঞ্জ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম মানিকগঞ্জ জেলা রিটানিং অফিসার রেহেনা আকতারের কাছে মনোনপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় দলীয় নেতাকর্মী নিয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র জমা শেষে মমতাজ বেগম সাংবাদিকদের বলেন, ‘ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বী করে ইনশাল্লাহ নৌকার বিজয় হবে।’

এ সময় মানিকগঞ্জ-১ আসনের আওয়ামীলীগের প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম, সিংগাইর পৌর সভার মেয়র আবু মোহাম্মদ নাঈম, সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেনসহ অনান্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইআ

টপ নিউজ মমতাজ বেগম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর