পররাষ্ট্র সচিবের সঙ্গে পিটার হাসের বৈঠক
৩০ নভেম্বর ২০২৩ ১৩:৪৪ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৩ ১৫:২৭
ঢাকা: পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। ১১ দিনের ছুটি কাটিয়ে ঢাকা ফিরে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করলেন পিটার হাস।
মার্কিন দূতাবাসের এক টুইটবার্তায় বলা হয়, রাষ্ট্রদূত পিটার হাস ও পররাষ্ট্র সচিব মোমেন দুই দেশের সম্পর্কের চলমান অগ্রগতি সম্পর্ক আলোচনা করতে বৈঠক করেছেন।
বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদ উল আলম উপস্থিত ছিলেন।
বৈঠকের বিস্তারিত এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গে তাদের মধ্যে আলোচনা হতে পারে।
উল্লেখ, পিটার হাস গত ১৬ নভেম্বর ছুটি কাটাতে শ্রীলংকা উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন। সোমবার (২৭ নভেম্বর) সকালে তিনি ঢাকায় ফেরেন।
সারাবাংলা/আইই