Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, সাকিবকে ইসির শোকজ

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৩ ১৩:২৩ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৩ ১৪:৪৩

ঢাকা: নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাকিব আল হাসানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১ ডিসেম্বর বিকেলে নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে সশরীরে উপস্থিত হয়ে শোকজের জবাব দিতে বলা হয়েছে। একই অভিযোগে ঢাকা-১৯ থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানকে শোকজ করেছে ইসি। নির্বাচন কমিশন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মাগুরা-১ নির্বাচনি অনুসন্ধান কমিটির প্রধান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ সত্যব্রত শিকদার স্বাক্ষরিত এক চিঠিতে সাকিব আল হাসানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, আপনি সাকিব আল হাসান, মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত এমপি পদপ্রার্থী হিসেবে ঘোষণার পর গত ২৯ নভেম্বর ঢাকা থেকে মাগুরা আসার পথে কামারখালী এলাকা থেকে শোডাউন করে গাড়িবহর নিয়ে মাগুরা শহরে প্রবেশ করে নাগরিক গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। জনগণের চলাচলের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করেন। যা বিভিন্ন অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হয়।

বিজ্ঞাপন

চিঠিতে আরও বলা হয়, আপনি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ৬(ঘ), ৮(ক), ১০ (ক) এবং ১২ ধারার বিধান লঙ্ঘন করেছেন। উক্ত আইন ভঙ্গের কারণে কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা অনুসন্ধান কমিটির দফতরে আগামী ১ ডিসেম্বর বিকেল ৩টায় উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।

উল্লেখ্য আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময়সীমা আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) শেষ হচ্ছে।

সারাবাংলা/জিএস/আইই

টপ নিউজ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর