Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোলান মালভূমি ইস্যুতে ইসরাইলের বিপক্ষে ভোট দিলো ভারত-রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
৩০ নভেম্বর ২০২৩ ১২:৪৯ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৩ ১৪:০৪

জাতিসংঘের সাধারণ পরিষদ দখলকৃত গোলান মালভূমি থেকে ইসরাইলে প্রত্যাহারের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ৯১টি। মাত্র ছয়টি দেশ এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে।

প্রস্তাবের পক্ষে অর্থাৎ ইসরাইলের বিপক্ষে ভোট দিয়েছে ভারত, বাংলাদেশ, রাশিয়া, চীন, ব্রাজিল ও সৌদি আরব। প্রস্তাবের বিপক্ষে অর্থাৎ ইসরাইলের পক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ভোটদানে বিরত ছিল ৬২টি দেশ।

বিজ্ঞাপন

প্রস্তাবটি উত্থাপন করে মিশন। এছাড়া আলজেরিয়া, ভেনিজুয়েলা, মিশর, জর্ডান, ইরাক, কাতার, উত্তর কোরিয়া, কিউবা, কুয়েত, লেবানন, মৌরিতানিয়া, সংযুক্ত আরব আমিরাত, সিরিয়া এবং তিউনিসিয়া নিয়ে একটি গ্রুপ এই প্রস্তাবের সহ উত্থাপক।

এই প্রস্তাবে আটটি বিধান রয়েছে। প্রথমটিতে বলা হয়েছে, ইসরাইল এখনও পর্যন্ত ১৯৮১ সালের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব ৪৯৭ বাস্তবায়নে ব্যর্থ হয়েছে, যা ইসরাইলের দখলদারিত্ব বাতিল এবং অকার্যকর ঘোষণা করে।

এছাড়া প্রস্তাবে প্রাসঙ্গিক নিরাপত্তা পরিষদের রেজুলেশন বাস্তবায়নে ইসরাইলকে১৯৬৭ সালের জুনে দখলকৃত সিরিয়ার গোলান মালভূমি থেকে সরে আসতে বলা হয়েছে।

গোলান মালভূমি ১৯৪৪ সাল থেকে সিরিয়ার অন্তর্গত একটি অঞ্চল ছিল। ১৯৬৭ সালে ছয় দিনের যুদ্ধের সময় ইসরাইল এই অঞ্চলটি দখল করে নেয়। ১৯৮১ সালে ইসরাইলি পার্লামেন্ট একতরফাভাবে গোলান মালভূমিতে সার্বভৌমত্ব ঘোষণা করে একটি আইন পাস করে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ১৯৮১ সালের ১৭ ডিসেম্বর ৪৯১ নম্বর প্রস্তাবে বাতিল গোলান মালভূমিকে ইসরাইলের দখলদারিত্ব বাতিল ঘোষণা করে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

গোলান মালভূমি টপ নিউজ হামাস-ইসরাইল যুদ্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর