পূবাইলে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
৩০ নভেম্বর ২০২৩ ০০:০৪ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৩ ০০:০৬
গাজীপুর: মহানগরীর পূবাইলে এলাকায় একটি মার্কেটে আগুন লেগেছে। বুধবার (২৯ নভেম্বর) রাত ১১টার দিকে পূবাইল থানাধীন রেলস্টেশন এলাকায় দেওয়ান মার্কেটে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয়রা জানায়, রাতে হঠাৎ একটি দোকানের উপর ধোঁয়া দেখতে পান তারা। পরে কিছুক্ষণের মধ্যেই আগুনের তীব্রতা বাড়তে থাকে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। আগুনের তীব্রতা বাড়ার ফলে ফায়ার সার্ভিসে খবর পাঠানো হয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রবিউল ইসলাম বলেন, ‘বুধবার রাতে পূবাইলের একটি মার্কেটে আগুন লাগার সংবাদ পাই। পরে টঙ্গী ফায়ার স্টেশনের দু’টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালায়। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় কালীগঞ্জ ফায়ার স্টেশনের আরও দুটিসহ মোট চারটি ইউনিট প্রায় আধাঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’
তিনি জানান, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যাবে।
সারাবাংলা/পিটিএম