Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বেচ্ছাসেবক দল ৫ স্পটে, তেজগাঁওয়ে ছাত্রদলের মিছিল

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৩ ২১:০০

ঢাকা: অষ্টম দফায় বিএনপির ডাকা ২৪ ঘণ্টার অবরোধ সমর্থনে ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দল রাজধানীর পাঁচটি স্পটে মিছিল করেছে। অন্যদিকে ছাত্রদল মিছিল করেছে তেজগাঁও নাবিস্কো এলাকায়।

বুধবার (২৯ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে এসব মিছিল হয়। মিছিল শেষে ছবি ও সংবাদ বিবরণী গণমাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়।

সংবাদ বিবরণীতে বলা হয়— ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এএ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের নেতৃত্বে ঢাকার ৫ স্থানে মিছিল হয়েছে।

রাজধানীর মালিবাগ মোড় থেকে শান্তিনগর মোড়, কমলাপুর কাস্টমস হাউজ আইসিডির সামনে, প্রেসক্লাব, কলাবাগান স্কয়ার হাসপাতাল, বিশ্বরোড সবুজবাগ বারডেম হাসপাতাল এলাকায় বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটির নেতা-কর্মীরা।

ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির উদ্দিন তুহিন অভিযোগ করেন, তার নেতৃত্বে কমলাপুর কাস্টমস হাউস আইসিডির সামনে থেকে মিছিল শুরু হলে পেছন থেকে গুলি করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। তবে, কে বা কারা গুলি করেছে, সে বিষয়টি নিশ্চিত নন তিনি।

মিছিলে অন্যদের মধ্যে অংশ নেন ছাত্রদলের সাবেক সহ সভাপতি জয়দেব জয়, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম সোহেল, মো. জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহ সভাপতি এস এম সায়েম, সহ সভাপতি মনির হোসেন মৃধা, সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন রিন্টু, যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন মহী, যুগ্ম সম্পাদক হাসান আলী, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম পলাশ প্রমুখ।

বিকেলে তেজগাঁ নাবিস্কো এলাকায় মিছিল করে তেজগাঁও কলেজ ছাত্রদলের নেতা-কর্মীরা। ঝটিকা এ মিছিল থেকে সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা এবং নির্বাচনের তফসিল বাতিল চেয়ে স্লোগান দেওয়া হয়।

বিজ্ঞাপন

সংগঠনের সভাপতি ফয়সাল দেওয়ান ও সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন খানের নেতৃত্বে মিছিলে আরও উপস্থিত ছিলেন, শামিম আহমেদ রবিন, সাখওয়াত হোসেন সরকার, হাফিজ আল মাহমুদ, নাঈমুল ইসলাম নাজিম,মামুন মালতিয়া, নাজমুল হুদা রাকিব, মেশকাত হোসেন, মশিউর রহমান, রানা মিয়া তামিম, অসিম মাহমুদ, রাজন মিয়া, আব্দুর রহমান, শাকিল মাহমুদ, মাহফুজুর রহমান, রনি সরকার, আরিফুল ইসলাম আরিফ, হাসনাইন আহমেদ, মো. রায়হান, সজিব আহমেদ, শিকদার শাহিন, বেল্লাল আকন, আদনান মিরাজ, আরিফ আল নোমান, আতিকুর রহমান শামিম প্রমুখ।

সারাবাংলা/এজেড/এনইউ

টপ নিউজ মিছিল স্বেচ্ছাসেবক দল

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর