Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আপনারা ৭ তারিখ পর্যন্ত যেতে পারবেন কিনা সন্দেহ আছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৩ ১৯:৪৮

ঢাকা: ক্ষমতাসীন দলের উদ্দেশে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, এখনও সময় আছে এই নির্বাচনি খেলা বন্ধ করুন। জনগণ জেগে উঠেছে। আপনারা ৭ তারিখ পর্যন্ত যেতে পারবেন কিনা সন্দেহ আছে।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে পল্টনে মোড়ে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়কের দাবিতে বিএনপি ও সমমনাদের ডাকা অবরোধ কর্মসূচি সফল করতে এ সমাবেশ আয়োজন করে গণতন্ত্র মঞ্চ।

বিজ্ঞাপন

সাইফুল হক বলেন, ‘মানুষ রাজপথে দাঁড়াবে, জেগে উঠবে, প্রতিবাদ করবে। প্রতিরোধের ঢেউ প্রতিদিন এখন শক্তিশালী হবে। গণজাগরণ গণঅভ্যূত্থানের রাস্তা তৈরি করবে। গণতন্ত্র মঞ্চ রাজপথে আছে। বিজয় অর্জন না হওয়া পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব।’

তিনি বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনারের বলা উচিত- ১৭ কোটি মানুষকে বিপদের মধ্যে ফেলে এই নির্বাচনের দায় নির্বাচন কমিশনের পক্ষে নেওয়া সম্ভব না। সরকারকে আজই এই কথাটা পরিষ্কার করে বলে দেওয়া দরকার। তারা (নির্বাচন কমিশন) এরকম একটা সংঘাত-সংর্ষষের নির্বাচনের দায় না নিয়ে, দেশকে বিপদে ফেলার দায় না নিয়ে, দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার দায় না নিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানটির দায়িত্ব থেকে তারা (নির্বাচন কমিশন) সরে যেতে পারে।’

সাইফুল হক বলেন, ‘আমরা পরিষ্কার করে বলতে চাই, আপনার (প্রধান নির্বাচন কমিশনার) হাতে আর হয়তো একদিন সময় আছে। নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন। দেশকে বিপদাপন্ন করে, সাধারণ জনগণ যেখানে এই নির্বাচনের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সকল বিরোধীদল যেখানে এই নির্বাচনের বিরুদ্ধে দাঁড়িয়েছে সেখানে একরকম ভোট ভোট খেলার দায়িত্ব আপনারা কেন নেবেন? সেজন্য এই কথাটা বলতে চাই, আপনারা পদত্যাগ করলে সরকারের ওপর চাপ তৈরি হতে পারে।’

বিজ্ঞাপন

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘আমরা জনগণকে বলতে চাই, ১৬০০ কোটি টাকা খরচ করে বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎকে হুমকির মধ্যে ফেলে নির্বাচনের নামে এই যে তামাশা করা হচ্ছে, এটা কেবল প্রত্যাখান নয়, প্রতিরোধ করে বাংলাদেশকে বাঁচাতে হবে।’

জোনায়েদ সাকির সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, শহীদুল্লাহ কায়সার, ভাসানী অধিকার পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবুল, হাবিবুর রহমান রিজু, জেএসডির শহীদ উদ্দিন মাহমুদ স্বপন্, সিরাজ মিয়া, রাষ্ট্র সংস্কার আন্দোলনের ইমরান নূর প্রমুখ।

এছাড়া গণফোরাম-পিপলস পার্টি, গণতান্ত্রিক বাম ঐক্য, জাতীয়তাবাদী সমমনা দল, ১২ দলীয় জোট, লেবার পার্টি, গণঅধিকার পরিষদ প্রমুখ রাজনৈতিক জোট দলের নেতা-কর্মীরা বিজয়নগর, তোপখানা রোড় ও নয়া পল্টনের সড়কে মিছিল করে।

সারাবাংলা/এজেড/পিটিএম

জোনায়েদ সাকি সাইফুল হক

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর