সোনার দামে ফের রেকর্ড, ভরি ১ লাখ ১০ হাজার টাকা ছুঁই ছুঁই
২৯ নভেম্বর ২০২৩ ১৯:৩২ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৩ ২০:৩৭
ঢাকা: মাত্র তিন দিনের ব্যবধানে ফের সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ২২ ক্যারেট তথা সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে বেড়েছে ১৭৫০ টাকা। তাতে এই মানের সোনা কিনতে গেলে প্রতি ভরির দাম পড়বে ১ লাখ নয় হাজার ৮৭৫ টাকা। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) থেকে সোনার নতুন এই দাম কার্যকর হবে।
বুধবার (২৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাজুস এ ঘোষণা দেয়। বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূঁইয়া লিটনের সই করা বিজ্ঞপ্তিরে মাধ্যমে এ ঘোষণা আসে। দেশের ইতিহাসে সোনার দাম এটিই সর্বোচ্চ। এর আগে কখনোই এক ভরি সোনা কিনতে এত টাকা খরচ করতে হয়নি। গত তিন দিন আগে সোনার ভরি ছিল সর্বোচ্চ এক লাখ আট হাজার ১২৫ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির সভায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ৩০ নভেম্বর থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে লাগবে ১ লাখ নয় হাজার ৮৭৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ১ লাখ চার হাজার ৮৫৯ টাকা। ১৮ ক্যারেটের প্রতিভরি পড়বে ৮৯ হাজার ৯২৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৭৪ হাজার ৯৪১ টাকা।
তবে এদিন সোনার দাম বাড়ানোর ঘোষণা এলেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেট রুপার দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, সর্বশেষ গত ২৬ নভেম্বর সোনার দাম পুনর্নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন।
সারাবাংলা/পিটিএম